রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর দু’দিনের সফরে ৪ ডিসেম্বর, বৃহস্পতিবার ভারতে পৌঁছেছেন। তিনি আজ, ৫ ডিসেম্বর, নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রাশিয়া-ভারত শীর্ষ সম্মেলনে অংশ নেবেন।
2
10
২০২১ সালের পর এই প্রথম ভারত সফরে এসেছেন রুশ প্রেসিডেন্ট। কিন্তু আপনি কি জানেন এর আগেও ভারতে এসেছিলেন পুতিন। তাও সস্ত্রীক।
3
10
পুতিনের প্রথম ভারত সফর ছিল ২০০০ সালে। তিনি তার বর্তমান স্ত্রী লুডমিলা আলেকসান্দ্রোভনা ওচেরেতনায়ার সঙ্গে দেশে এসেছিলেন এবং বেশ কয়েকটি স্থান পরিদর্শন করেছিলেন। আসুন তাঁদের সফরের ঝলক দেখে নেওয়া যাক।
4
10
এই বছরের মতোই, পুতিনের ২০০০ সালের ভারত সফর শুরু হয়েছিল নয়াদিল্লিতে। জাতীয় রাজধানীতে তাঁকে পূর্ণ আনুষ্ঠানিক সম্মানের সঙ্গে গ্রহণ করা হয়েছিল।
5
10
এরপর, তিনি রাজঘাটে যান, যেখানে প্রথম স্মারকটি মহাত্মা গান্ধীর প্রতি উৎসর্গ করা হয়েছিল। আনুষ্ঠানিক ও কূটনৈতিক আনুষ্ঠানিকতার অংশ হিসেবে তিনি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
6
10
পুতিন এবং তার তৎকালীন স্ত্রী সমাধি লনে হিম চম্পা (ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা) গাছের একটি চারা রোপণ করেছিলেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে চারা গাছ বড় হয়ে যাওয়া দেখতে ফিরে আসবেন।
7
10
এরপর, পুতিন এবং লুডমিলাকে রাষ্ট্রপতি ভবনে একটি অনুষ্ঠানে যোগ দেন। তিনি এখানে তৎকালীন ভারতীয় রাষ্ট্রপতি কে আর নারায়ণনের সঙ্গে দেখা করেন।
8
10
তবে ভ্রমণের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল পুতিন এবং লুডমিলার আগ্রার বিখ্যাত তাজমহল পরিদর্শন। তিনি ইলিউশিন-৯৬ বিমানের একটিতে একটি বিশেষ বিমানে উঠেছিলেন এবং ৩২ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সেখানে পৌঁছেছিলেন।
9
10
পুতিনের পরবর্তী গন্তব্য ছিল মুম্বইয়ের বিখ্যাত ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্র (BARC)। প্রাক্তন BARC প্রধান অনিল কাকোদকার পুতিনকে সেখানে স্বাগত জানান।
10
10
পুতিন অনিল এবং তৎকালীন আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান আর চিদাম্বরমের সঙ্গে ধ্রুব চুল্লির সামনে একটি ছবি তোলেন। যা পোখরান পরীক্ষায় ব্যবহৃত জেনারেটর।