বলিউড-এর চাকচিক্যময় পর্দার আড়ালে যে কত গোপন কাহিনি লুকিয়ে আছে, তার সামান্য ঝলক দিলেন প্রাইভেট ডিটেকটিভ তানিয়া পুরি। সম্প্রতি তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির বিবাহ-বহির্ভূত সম্পর্ক এবং এক তারকা-পত্নীর তাকে নিয়োগ করার চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে আনেন।
2
5
তানিয়া পুরি জানান, বলিউড হল এমন একটি জগৎ, যেখানে অনেকেই তাঁদের নিখুঁত ভাবমূর্তি বজায় রাখতে ব্যক্তিগত জীবনের সমস্যাগুলি গোপন রাখতে চান। কিন্তু বাস্তবে, এখানে বিবাহ-বহির্ভূত সম্পর্কের ঘটনা প্রচুর।
3
5
ডিটেকটিভ তানিয়া পুরি একটি বিশেষ হাই-প্রোফাইল মামলার কথা উল্লেখ করেন। এই ঘটনায়, ২০০০-এর দশকে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এক সুপরিচিত অভিনেতা-দম্পতির স্ত্রী তাঁকে তাঁর স্বামীর গোপন কার্যকলাপ তদন্ত করার জন্য নিয়োগ করেছিলেন। এই তারকা-অভিনেতা দুই সন্তানের বাবা, এবং তাঁর বিরুদ্ধে একাধিক তরুণী অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়ানোর অভিযোগ ছিল।
4
5
তানিয়া পুরি আরও জানান, স্ত্রী যদিও স্বামীর এই সম্পর্কের বিষয়ে আগে থেকেই অবগত ছিলেন, কিন্তু তিনি তখনই পদক্ষেপ নেননি যতক্ষণ না তাঁদের সন্তানরা এই বিষয়টির সঙ্গে জড়িয়ে পড়ে।
তানিয়ার কথায়,"ওই অভিনেতার স্ত্রী এই বিষয়ে জানেন, এমনকী তাঁদের সন্তানরাও জানে। তাঁদের দু'জন প্রাপ্তবয়স্ক সন্তানও ইন্ডাস্ট্রিতে আছে। বাবার কার্যকলাপ সম্পর্কে সন্তানরা খুব ভাল করেই ওয়াকিবহাল, তবুও ক্যামেরার সামনে তারা একটি নিখুঁত দম্পতি সেজে থাকে," জানান তানিয়া।"
5
5
অভিনেতার স্ত্রী সরাসরি নয়, বরং তাঁর ম্যানেজারের মাধ্যমে তানিয়া পুরির সাথে যোগাযোগ করেন এবং তাঁকে তদন্তের জন্য অনুমতি দেন। ডিটেকটিভ এই অভিনেতার উপর অনুসন্ধান চালান এবং জানতে পারেন যে তিনি সত্যিই একাধিক জায়গায় সম্পর্কে জড়িত।
এই ঘটনাটি আরও একবার প্রমাণ করে যে, বলিউড-এর গ্ল্যামারাস জীবনের পিছনে অনেক সময়ই ব্যক্তিগত সম্পর্ক এবং বিশ্বস্ততার জটিল সমীকরণ লুকিয়ে থাকে, যা জনসমক্ষে আসে না। তারকাদের ব্যক্তিগত জীবন কঠোরভাবে গোপন রাখা হলেও, তাঁদের ভেতরের সমস্যাগুলো কখনও কখনো এভাবেই ডিটেকটিভদের মাধ্যমে প্রকাশ্যে চলে আসে।