একের পর এক হিট গান, তবুও কেন সব ছাড়ছেন তানিষ্ক বাগচী? কী হল সঙ্গীত পরিচালকের?
নিজস্ব সংবাদদাতা
১৭ নভেম্বর ২০২৫ ১৩ : ২২
শেয়ার করুন
1
6
জনপ্রিয় বলিউড সঙ্গীত পরিচালক তানিষ্ক বাগচী সম্প্রতি সোশ্যাল মিডিয়া থেকে সাময়িক বিরতি নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। ব্যক্তিগত গোপনীয়তা এবং মানসিক সুস্থতার উপর নজর দেওয়ার জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
2
6
'সাইয়ারা', 'রাতাঁ লম্বিয়াঁ'-র মতো একাধিক চার্টবাস্টার গানের স্রষ্টা তানিষ্ক, তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি আন্তরিক নোটের মাধ্যমে অনুরাগীদের কাছে এই খবরটি তিনি পৌঁছে দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে তিনি সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে কিছুদিনের জন্য পুরোপুরি বিচ্ছিন্ন হতে চান।
3
6
তাঁর এই সিদ্ধান্তের প্রধান কারণ হল ব্যক্তিগত গোপনীয়তা এবং নিজের সুস্থতাকে অগ্রাধিকার দেওয়া। তিনি লিখেছেন, "হাই আমার সমস্ত অনুরাগী ও ফলোয়ার্স, আমি আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় ভাগ করে নিতে চাই। কিছুদিনের জন্য ইনস্টাগ্রাম থেকে এবং পুরোপুরি সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরে যাচ্ছি।"
4
6
তানিষ্ক আরও জানিয়েছেন, এখন থেকে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি শুধুমাত্র তাঁর এজেন্সি দ্বারা পরিচালিত হবে। কাজের সঙ্গে সম্পর্কিত সমস্ত যোগাযোগ, যেমন — কোনও প্রশ্ন, সহযোগিতা, বুকিং বা পেশাগত আলোচনার জন্য, সরাসরি এজেন্সির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেছেন তিনি। সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বায়ো-তে সমস্ত অফিশিয়াল নম্বর ও যোগাযোগের তথ্য দেওয়া থাকবে।
5
6
এই বিরতি নেওয়ার সময়, তানিষ্ক তাঁর অনুরাগীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, "আমার গানকে ভালবাসার জন্য, আমার পাশে থাকার জন্য, এবং প্রতিদিন আমাকে শক্তি দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। আপনাদের সমর্থন আমার কাছে সবকিছু।"
6
6
তিনি আশ্বাস দিয়েছেন যে তাঁর পেজটি কঠোরভাবে শুধুমাত্র পেশাগত আপডেট দেওয়ার জন্যই সক্রিয় থাকবে। মানসিক সুস্থতার জন্য শিল্পীদের 'ডিজিটাল ডিটক্স'-এর প্রয়োজনীয়তা নিয়ে যখন আলোচনা চলছে, সেই সময়ে তানিষ্কের এই পদক্ষেপ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।