পাকিস্তানে বেড়ে উঠছে ছোট্ট শচীন তেণ্ডুলকর। সে দেশের প্রাক্তন উইকেট কিপার কামরান আকমল নব্য আবিষ্কারকে লিটল শচীন বলে আখ্যায়িত করলেন।
2
7
সেই ছোট্ট আবিষ্কারের নাম ওয়াহাব। একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে ওই উঠতি প্রতিভাকে নিয়ে দীর্ঘ সময় ব্যয় করছেন আকমল। সেই বাচ্চাটির সহজাত প্রতিভার প্রশংসা করতে দেখা গিয়েছে কামরান আকমলকে।
3
7
ভিডিওতে দেখা গিয়েছে আকমল দর্শকদের সঙ্গে ওই খুদে প্রতিভার পরিচয় করে দিয়ে বলছেন, ''আমাদের শচীন, ওয়াহাব।''
4
7
ওই খুদে প্রতিভা তার টেকনিক দিয়ে আকমলের মতো প্রাক্তন ক্রিকেটারকে মুগ্ধ করে দিয়েছে। আকমলকে বলতে শোনা গিয়েছে, ''বাচ্চারা এই বয়সে বল টাইমিং করতে পারে না। কিন্তু ১৫ বছরের ছেলের মতো খেলছে ওয়াহাব। ওর মধ্যে দারুণ এক প্রতিভার সন্ধান আমি পেয়েছি। কী দুর্দান্ত এক প্লেয়ার ওয়াহাব।''
5
7
আকমল সেই প্রতিভাকে বলেন, ''তুমি দারুণ ব্যাট করেছো। কিন্তু আরও ভাল করতে হবে। আরও উন্নতি কর এবং যতটা সম্ভব নিজের সেরাটা দাও।''
6
7
এই ভিডিও ক্লিপ ইতিমধ্যেই ভক্তদের মধ্যে আলোড়ন তৈরি করেছে। সবাই বলতে শুরু করে দিয়েছেন আগামী কয়েকদিনের মধ্যে ওয়াহাব ময়দান কাঁপাবে।
7
7
আগামী দিনে ওয়াহাব ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন তেণ্ডুলকরের পদাঙ্ক অনুসরণ করে কিনা সেটাই দেখার।