সুনীতা ইউলিয়ামস। ন’ মাস মহাকাশে থেকে সবে ঘরে ফিরেছেন ঘরের মেয়ে। গোটা দুনিয়ার উচ্ছ্বাস তাঁদের ঘিরে। দীর্ঘ সময় মহাকাশে কাটিয়ে সুনীতার ঝুলিতে নয়া রেকর্ড। প্রথম মহিলা তিনি, এত দীর্ঘকাল মহাকাশে কাটালেন যিনি।
2
10
অন্যদিকে, তিনি নাসা-র মহাকাশচারী হিসেবে দ্বিতীয়, যিনি এই দীর্ঘসময় ভেসে রইলেন আইএসএস-এ। কিন্তু চতুর্দিকে যখন তাঁকে নিয়ে গর্ব, উচ্ছ্বাস, উন্মাদনা, তখন ফিরে আসছে তাঁর ছোটবেলার স্বপ্নের কথা।
3
10
সুনীতা ইউলিয়ামস। ছোট থেকে স্বপ্ন দেখতেন, একজন পশু চিকিৎসক হবেন তিনি। যদিও একেবারে অল্প বয়স থেকেই ঝোঁক ছিল বিজ্ঞান নিয়ে।
4
10
সুনীতার নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার স্বপ্ন সাজানো থাকলেও তা একেবারে বদলে যায় মার্কিন নৌ একাডেমিতে তাঁর ভাইয়ের সঙ্গে দেখা করতে যাওয়ার পর। সেই সময় টম ক্রুজের ‘টপ গান’ নিয়ে উন্মাদনা তুঙ্গে।
5
10
সুনীতাও চেষ্টা করলেন, এবং সুযোগ পেয়ে বিমান প্রশিক্ষণ কমান্ডে যোগ দেন।পরে, ১৯৮৯ সালে ভার্জিনিয়ার নরফোকে হেলিকপ্টার কমব্যাট সাপোর্ট স্কোয়াড্রন ৮-এ নৌবাহিনীর বিমানচালক হিসেবে মার্কিন নৌবাহিনীতে যোগদান করেন। নিজের কর্মদক্ষতায় দিনে দিনে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
6
10
১৯৯৮ সালে নাসার মহাকাশচারী হিসেবে যোগদান করেন সুনীতা। ২০০৬ সালে স্পেস শাটল ডিসকভারিতে চড়ে তাঁর প্রথম আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) অভিযান ১৪ এবং ১৫-এ ১৯৫ দিনের কক্ষপথে যোগদানের জন্য।
7
10
২০০৭ সালে তিনি মহাকাশ স্টেশনে ট্রেডমিলে ৪ ঘন্টা ২৪ মিনিটে বোস্টন ম্যারাথন সম্পন্ন করেন। ২০১২ সালে ফের মহাকাশে যান সুনীতা।
8
10
২০২৪ সালের জুন মাসে ফের মহাকাশে পাড়ি দেন সুনীতা। একাধিক বাধা পেরিয়ে, দীর্ঘ প্রতীক্ষার অবসানে ২৮৬ দিন পর, পৃথিবীতে ফিরলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর।
9
10
তাঁদের সঙ্গে ফিরেছেন নাসার নিক হগ এবং রুশ নভশ্চর আলেকজ়ান্ডার গর্বুনভ। বুধবার ভারতীয় সময় ভোর ৩টে ২৭ মিনিটে ফ্লোরিডার গাল্ফ অফ মেক্সিকোয় সফলভাবে অবতরণ করে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযান ড্রাগন।
10
10
মহাকাশ থেকে পৃথিবী পর্যন্ত সুনীতাদের এই প্রত্যাবর্তন নিরাপদে হয়েছে।