মা হতে চলেছেন ক্যাটরিনা কইফ। বলিউডের প্রায় সব ঘরানাতেই তিনি নিজের জায়গা পাকা করেছেন। রোম্যান্টিক কমেডি হোক বা বড় বাজেটের অ্যাকশন ছবি - ক্যাটরিনার উপস্থিতি মানেই সে ছবি বক্স অফিসে হিটের ছোঁয়া পেয়েছে। তাই তো, তাঁর অভিনীত প্রতিটা চরিত্র, প্রতিটা পারফরম্যান্সেই দর্শক তাঁকে ভরপুর ভালবেসেছেন।
2
6
মেরি ক্রিসমাস: বিজয় সেতুপতি ও ক্যাটরিনা কইফ অভিনীত এই ছবির গল্পটা আলবার্টকে ঘিরে, যে ক্রিসমাস ইভে বাড়ি ফিরে এসে আকস্মিকভাবে মারিয়া ও তার ছেলের সঙ্গে দেখা পায়। কিন্তু যে রাতটা শুরু হয়েছিল সুন্দরভাবে, তা ধীরে ধীরে অস্থির ও রহস্যে ভরা হয়ে ওঠে। ছবির মুখ্য চরিত্র মারিয়া-র ভূমিকায় ক্যাটরিনার অভিনয় প্রচুর প্রশংসা কুড়িয়েছিল।
3
6
এক থা টাইগার: যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স তথা ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি এটি। প্রধান চরিত্রে ছিলেন সলমন খান ও ক্যাটরিনা। এখানে ক্যাটরিনা অভিনয় করেছেন জোয়া-র ভূমিকায়, যিনি একজন পাকিস্তানের গুপ্তচর। নিজের দায়িত্ব পালন করতে গিয়েই শুরু হয় প্রেমের গল্প, আর তার সঙ্গেই অ্যাকশন ও থ্রিলের মেলবন্ধন। প্রেম ও অ্যাকশন দুই ঘরানার ভক্তদের জন্যই ছবি অবশ্যই দেখা উচিত।
4
6
অজব প্রেম কি গজব কহানি: ২০০৯ সালের এই রোম্যান্টিক কমেডিতে ক্যাটরিনা ও রণবীর কাপুর অভিনীত জুটিকে আজও ভোলেননি দর্শক। এখানে ক্যাটরিনা ছিলেন জেনির ভূমিকায়। জেনি এমন এক মিষ্টি মেয়ে, যিনি একের পর এক ভুল বোঝাবুঝি ও বিপত্তির মধ্যে দিয়ে অবশেষে খুঁজে পান নিজের প্রেম। রণবীরের সঙ্গে তাঁর অদ্ভুত অথচ সুন্দর সম্পর্কটাই গড়ে তোলে এক হৃদয়ছোঁয়া প্রেমের গল্প।
5
6
জিন্দেগি না মিলেগি দোবারা: জীবন ভীষণ সুন্দর! এই মন্ত্রটাই যেন ছড়িয়ে দিয়েছে কত্রিনা কইফের চরিত্র ‘লায়লা’। স্পেনের মনোরম প্রেক্ষাপটে ডাইভিং ইন্সট্রাক্টর লায়লা শেখায় হৃতিক রোশনকে জীবনের অনিশ্চয়তাকে আলিঙ্গন করতে। ভ্রমণ, প্রেম আর জীবনের আনন্দকে উদযাপন করে এই ছবিতে ক্যাটরিনার সহজসুলভ আকর্ষণ আর চার্ম একেবারে অবিস্মরণীয়।
6
6
নমস্তে লন্ডন: অক্ষয় কুমারের সঙ্গে কত্রিনার দারুণ কেমিস্ট্রি দেখা গিয়েছিল ২০০৭ সালের এই রোমান্টিক কমেডিতে। ছবির গল্প ঘোরে 'জ্যাজ' (ক্যাটরিনা) ও 'অর্জুন' (অক্ষয়)-কে ঘিরে, যাদের বিয়ে ঠিক হয় পারিবারিকভাবে। কিন্তু বিদেশের মাটিতে জীবন আর ভালবাসার টানাপোড়েনেই তৈরি হয় ছবির আসল নাটকীয়তা। পরে এই জুটিকে আরও বহু ছবিতে একসঙ্গে দেখা গিয়েছে।