সংবাদসংস্থা মুম্বই: স্বপ্নের মতো কেরিয়ার শুরু, প্রথম ছবিতেই বাজিমাত। বলিউডে প্রথম ছবিতেই বাজিমাত। ২০০০ সালে 'কহো না প্যায়ার হ্যায়' ছবি দিয়ে যাত্রা শুরু করেছিলেন। ছবিটি সুপারহিট, ছবির দৌলতে হৃত্বিক রোশনও রাতারাতি তারকা হয়ে ওঠেন। সঙ্গে তিনিও পেয়েছিলেন জনপ্রিয়তা। সেই অভিনেত্রী আমিশা প্যাটেল। কিন্তু তারপর?
2
6
একের পর এক ছবি মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। ২০টিরও বেশি সিনেমা হয় ফ্লপ। ক্যারিয়ারে নেমে আসে ধস। যাঁর কাছে ছিল বলিউডের সমস্ত লাইমলাইট, তিনি ক্রমশ আড়ালে চলে যান। শুধু তাই নয়, ব্যক্তিগত জীবনেও শুরু হয় বড় ধাক্কা।
3
6
নিজের বাবা অমিত প্যাটেলের সঙ্গেই আইনি লড়াইয়ে নামতে হয় তাঁকে। অভিযোগ ছিল, বাবার কাছে তাঁর আয় করা কোটি টাকার হিসেব নেই। সেই জন্যই বাবার বিরুদ্ধে মামলা করেন অভিনেত্রী। তখন গোটা ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে পড়ে বিতর্কের ঝড়।
4
6
তবে আজ এতকিছুর মধ্যেও আমিশা প্যাটেলকে দেখলে বোঝার উপায় নেই তিনি কত ঝড় পেরিয়ে এসেছেন। সদা হাস্যোজ্জ্বল, আত্মবিশ্বাসে ভরপুর তিনি। ‘গদর ২’ ছবির দৌলতে আবারও বলিউডে নিজের জায়গা ফিরে পেয়েছেন তিনি। তাও দীর্ঘ ২২ বছর পর!
5
6
একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি কোনওদিন হাল ছাড়িনি। লড়াই করেছি—ফিল্ম ইন্ডাস্ট্রিতেও, নিজের জীবনেও। এখন আমি ফিরে এসেছি, আরও শক্তভাবে।” বলিউডে যেখানে অনেক তারকাই হেরে যান, সেখানে আমিশা প্যাটেলের এই প্রত্যাবর্তন নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক।
6
6
কিছুদিন আগে নেটপাড়ায় ছড়িয়েছিল এবার নাকি মা হবেন আমিশা! সেই সময় প্রকাশ্যে আসে সবুজ মনোকিনি পরে অভিনেত্রীর একটি ছবি। যেখানে স্পষ্ট হয় তাঁর স্ফীতোদর। এই ছবি দেখেই কৌতূহল তৈরি হয়েছে নেটিজেনদের মনে। নানা প্রশ্ন উঠে এলেও মুখ খোলেননি আমিশা।