১) বছরে ৩০০ দিন ঘুমিয়ে কাটান এক ব্যক্তি। এও সম্ভব? সম্প্রতি এমনই এক অদ্ভুত খবর পাওয়া গিয়েছে। রাজস্থানের নাগৌর জেলার ভাদওয়া গ্রামের বাসিন্দা পুরখারাম নামে এক ব্যক্তি এই বিরল রোগে আক্রান্ত। এই ঘটনার ফলে স্থানীয়রা তাঁকে পৌরাণিক চরিত্র কুম্ভকর্ণের সঙ্গে তুলনা করেন।
2
6
২) চিকিৎসকরা জানিয়েছেন, পুরখারাম 'অ্যাক্সিস হাইপারসমনিয়া' নামক একটি অত্যন্ত বিরল স্নায়বিক ঘুমজনিত রোগে আক্রান্ত। জানা গিয়েছে এই রোগে আক্রান্ত ব্যক্তিরা অস্বাভাবিক দীর্ঘ সময় ধরে ঘুমান।
3
6
৩) এই রোগের ফলে পুরখারাম বছরে প্রায় ৩০০ দিনই ঘুমিয়ে কাটান। একবার ঘুমিয়ে পড়লে তিনি টানা ২০ থেকে ২৫ দিন পর্যন্তও ওঠেন না।
4
6
৪) বিজ্ঞানীদের মতে, এই রোগটি মস্তিষ্কের 'টিএনএফ-আলফা' নামক একটি প্রোটিনের অস্বাভাবিক ওঠানামার কারণে হতে পারে। এটি ঘুমের চক্রকে নিয়ন্ত্রণ করে।
5
6
৫) জানা গিয়েছে, পুরখারামের এই অবস্থার কারণে তাঁর দৈনন্দিন জীবনযাত্রা সম্পূর্ণ বিপর্যস্ত। তিনি গ্রামে একটি ছোট মুদির দোকান চালান, কিন্তু এই রোগের ফলে মাসে মাত্র ৫ দিন দোকান খুলতে পারেন। এমনকী ঘুমের সময় তাঁর পরিবারের সদস্যরাই তাঁকে খাওয়ান এবং স্নান করান।
6
6
৬) প্রায় ২৩ বছর আগে পুরখারামের এই রোগের লক্ষণ প্রথম দেখা দেয়। প্রথমদিকে তিনি দিনে ৭-৮ ঘণ্টা বা ১৫ ঘণ্টা ঘুমাতেন, কিন্তু ধীরে ধীরে ঘুমের সময়সীমা বাড়তে বাড়তে বর্তমান অবস্থায় এসে দাঁড়িয়েছে। চিকিৎসার পরেও তিনি প্রায়শই ক্লান্তি এবং মাথাব্যথায় ভোগেন।