আজকাল ওয়েবডেস্ক: একটানা ৩০ ঘণ্টা উত্থিত হয়ে রয়েছে পুরুষাঙ্গ। যন্ত্রণা হলেও কিছুতেই ফিরছে না স্বাভাবিক অবস্থায়। এমনই অদ্ভুত সমস্যার সম্মুখীন হলেন এক যুবক।
2
8
ঘটনাটি ঘটেছে স্পেনের, ভ্যালেন্সিয়া শহরে। আলবাদিয়া অন্টিয়েন্ট হাসপাতালে ভর্তি করানো হয় ওই যুবককে। হাসপাতাল সূত্রে খবর, যখন ৩৬ বছর বয়সি ওই যুবক সেখানে আসেন তখন ইতিমধ্যেই লিঙ্গোথানের চার ঘণ্টা অতিবাহিত হয়ে গিয়েছিল।
3
8
নাম প্রকাশ না করা হলেও, জানা গিয়েছে ওই ব্যক্তি ‘প্রায়াপ্রিজম’ নামক সমস্যায় আক্রান্ত। মায়ো ক্লিনিকের ব্যাখ্যায় এই অবস্থায় কোনও রকম যৌন উদ্দীপনা ছাড়াও দীর্ঘক্ষণ লিঙ্গোত্থান হয়ে থাকতে পারে।
4
8
এই অবস্থায় যৌনাঙ্গ থেকে রক্ত শরীরে ফিরে আসতে পারে না। ফলে পুরুষাঙ্গের পেশি স্ফীত হয়ে থাকে। সময় মতো টিকিৎসা না হলে এই সমস্যা রোগীকে চিরস্থায়ী ভাবে অক্ষম করে দিতে পারে।
5
8
যুবকের অভিযোগ, রোগ চিহ্নিত হওয়ার পরেও হাসপাতালে দেরি করা হয় চিকিৎসায়। জানানো হয় পুরুষাঙ্গে অস্ত্রোপচার করতে সময় লাগবে ২০ ঘণ্টারও বেশি।
6
8
বাধ্য হয়ে অন্য একটি হাসপাতালে ভর্তি হন তিনি। তাঁর অভিযোগ এই ঘটনার ফলে লিঙ্গ শিথিলতা দেখা দিয়েছে তাঁর।
7
8
শেষ পর্যন্ত আদালতে মামলা করেন ওই যুবক এবং তাঁর স্ত্রী। অবশেষে রায় বেরিয়েছে সেই মামলার।
8
8
স্পেনের একটি কোর্ট ক্ষতিপূরণ বাবদ যুবককে ৫০ হাজার মার্কিন ডলার দেওয়ার আদেশ দিয়েছে। পাশাপাশি গোটা ঘটনায় ওই যুবকের স্ত্রীর জীবনও নষ্ট হয়েছে বলে মনে করেছে আদালত। তাই তাঁকেও ৫ হাজার ডলার ক্ষতিপূরণ দিতে হবে বলে জানিয়েছে আদালত।