তুবড়ি, চরকি, রংমশাল, হাওয়াই রকেট তো আছেই। তবে এবার সবকিছুকে ছাপিয়ে সকলের হাতে হাতে ঘুরল বিড়ি বাজি। যা এবারে ‘ছোটা প্যাকেট বড়া ধামাকা’।
2
7
আট থেকে আশি সকলের হাতেই দেখা গেল এই বিড়ি বাজি। বিশেষ করে মফস্বল এলাকাগুলিতে বিরাট চাহিদা চোখে পড়েছে এই বিড়ি বাজির।
3
7
আট থেকে আশি সকলেরই হাতে দেখা গিয়েছে বিড়ি বাজি। দেখতে ছোট হলে কী হবে আওয়াজ আছে ভালই। পাশাপাশি, বিপদের সম্ভাবনাও কম।
4
7
এই বাজি দেখতে একদম ছোট এক ইঞ্চির মতো। এক নজরে দেখলে বিড়িও মনে হতে পারে। এর দামটাও কম, চাহিদাও প্রচুর।
5
7
জানা গিয়েছে, বিড়ি বাজি মূলত দু’ধরনের। এক ধরনের বাজি মূলত আগুন জ্বালালে ফাটছে, অন্যটি জোরে ছুঁড়ে মারলে শব্দ করে ফাটে অনেকটা আলুবোমের মতো।
6
7
আগুন দেওয়া বিড়ি বাজির ক্ষেত্রে মূলত বাক্সের গায়ে বারুদে ঘষলেই কয়েক সেকেন্ড পর পটাপট শব্দে ফাটছে বাজি। তবে দুর্ঘটনা ঘটার শব্দ একদমই কম।
7
7
দেখতে যেহেতু বিড়ির মতো সে কারণে এটার নাম দেওয়া হয়েছে বিড়ি বাজি। মূলত বিভিন্ন মোড়ক বা কৌটোয় বিক্রি হচ্ছে এই বিড়ি বাজি। এক-একটি প্যাকেটের মূল্য ২০-২৫ টাকা।