শনিবার থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম সংস্করণ। ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। হাইভোল্টেজ ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরুর আগে এদিন ফটোশুটে মজলেন অধিনায়করা।
2
6
ফটোশুটের পাশাপাশি এদিন দশ দলের অধিনায়কদের সঙ্গে একটি বৈঠক করা হয়। সেই বৈঠকের পর সিদ্ধান্ত হল আসন্ন আইপিএলের নিয়মে বেশ কিছু পরিবর্তন আনছে বিসিসিআই। মূলত চারটি নিয়ম নিয়ে আলোচনা হয় এদিন।
3
6
সবথেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে জানানো হয়, বলে লালা ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে বোর্ড। ফলে, আইপিএলে বল করার সময় লালা ব্যবহার করতে পারবেন বোলাররা। কোভিডের সময় এই নিষেধাজ্ঞা চালু হয়েছিল। অধিনায়কদের বেশির ভাগ লালা ব্যবহারের ক্ষেত্রে সম্মতি দেওয়ায় নিষেধাজ্ঞা তুলে নেয় বোর্ড।
4
6
ম্যাচে দ্বিতীয় ইনিংসের সময় পাল্টানো যাবে বল। তবে বল পরিবর্তন করা যাবে কিনা তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আম্পায়াররা। দুপুরের ম্যাচের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। রাতের ম্যাচের ক্ষেত্রে অনেক সময় শিশিরের প্রভাব পড়ে। সেক্ষেত্রে ম্যাচের দ্বিতীয় ইনিংসের ১১তম ওভারের পর নতুন বল নেওয়া যাবে।
5
6
আসন্ন আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম আদৌ থাকছে কিনা তা নিয়ে জোর জল্পনা চলছিল। এদিনের বৈঠকের পর সেই নিয়ম জারি থাকল। অর্থাৎ, পরিস্থিতি অনুযায়ী একজন খেলোয়াড় পরিবর্তন করা যাবে। ২০২৭ সাল পর্যন্ত এই নিয়মে কোনও পরিবর্তন হচ্ছে না এমনটা জানিয়ে দিয়েছে বোর্ড।
6
6
উচ্চতার ক্ষেত্রে ওয়াইড বল এবং অফ স্টাম্পের বাইরে ওয়াইড বলে আম্পায়ারের সিদ্ধান্তের বিপরীতে গিয়ে রিভিউ নিতে পারবেন ক্রিকেটাররা। সেক্ষেত্র হক আই টেকনোলজি এবং বল ট্র্যাকিং দিয়ে রিভিউ করবেন থার্ড আম্পায়ার।