বর্তমানে ক্রিকেটে বিশ্বের চোখ রয়েছে খেলার অন্যতম উৎসব ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। আর অত্যন্ত জনপ্রিয় এই লিগে ইংরাজি, হিন্দি ছাড়াও বিভিন্ন আঞ্চলিক ভাষায় ধারাভাষ্য হয়ে থাকে।
2
8
ভারত জুড়ে বিভিন্ন রাজ্যের মানুষ তাদের নিজস্ব ভাষায় আইপিএল দেখতে পারেন। ম্যাচ চলাকালীন দর্শকদের জন্য খেলার বিশ্লেষণ ছাড়াও বিভিন্ন তথ্য তুলে ধরেন ধারাভাষ্যকাররা। বর্তমানে একাধিক প্রাক্তন ক্রিকেটার ধারাভাষ্যের সঙ্গে যুক্ত রয়েছেন।
3
8
আইপিএলে যেমন বিশ্বের বিখ্যাত সব ক্রিকেটাররা খেলেন তেমনই কমেন্ট্রি বক্সেও থাকে বড় বড় সব নাম। সুনীল গাভাসকার, রবি শাস্ত্রী থেকে শুরু করে রিকি পন্টিং, ম্যাথু হেডেন, আকাশ চোপড়া, সঞ্জয় মঞ্জরেকরা ধারাভাষ্য দেন আইপিএলে।
আকাশ চোপড়া জানান, জুনিয়র ধারাভাষ্যকাররা প্রতিদিন প্রায় ৩৫-৪০ হাজার টাকা করে পান। অপরদিকে, সিনিয়র ধারাভাষ্যকাররা ধারাভাষ্য দেওয়ার জন্য পান প্রায় ৬-১০ লক্ষ টাকা।
6
8
পরিসংখ্যান অনুযায়ী, একজন কমেন্টেটর ১০০ দিনের মতো ধারাভাষ্য দিয়ে থাকেন। হিসেব অনুযায়ী এক মরশুমে ধারাভাষ্য থেকে আয় হয়ে থাকে অন্তত ৬-১০ কোটি টাকা।
7
8
একাধিক রিপোর্ট অনুযায়ী, রবি শাস্ত্রী আইপিএলে ধারাভাষ্য দিয়ে আয় করেন ১ কোটির টাকারও বেশি। প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকার কোনও আন্তর্জাতিক সিরিজে ধারাভাষ্যের জন্য ৫০ লক্ষ টাকারও বেশি আয় করেন। আইপিএলে কমেন্ট্রি করার জন্য তিনি পান ২.৩৫ কোটি।
8
8
জানা গিয়েছে, আইপিএল এবং আন্তর্জাতিক সিরিজ কমেন্ট্রি করে সঞ্জয় মঞ্জরেকরের আয় হয় প্রায় ৬ কোটি টাকার কাছাকাছি। জনপ্রিয় ধারাভাষ্যকার হর্ষ ভোগলের প্রতি সিরিজে আয় প্রায় ৩২ লক্ষ টাকা।