কনকনে শীতে চলতি বছরের মতো ইতি পড়ছে, জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। তবে এখনই গরম পড়ছে না, শীত শীত ভাবটা এখনও কিছুদিন থাকবে। পাশাপাশি, রাজ্যে একটানা চলবে কুয়াশার দাপট। আর কতদিন শীত অনুভূত হবে রাজ্যজুড়ে? জেনে নিন লেটেস্ট আপডেট।
2
6
আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গের আশপাশে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হয়েছে। ফলে, উত্তুরে হাওয়া আপাতত বিনা বাধায় প্রবেশ করতে পারছে না।। একই সঙ্গে পাকিস্তান ও উত্তর-পশ্চিম ভারতের উপরেও একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে। বুধবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
3
6
সোমবার থেকে বুধবারের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। হাওয়া অফিস জানিয়ে দিয়েছিল, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সোমবার থেকে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। তবে আরও কয়েকদিন আরও কয়েকদিন শীতের অনুভূতি বজায় থাকবে।
4
6
ভোরের দিকে এবং রাতের বেলায় হালকা শীত অনুভূত হবে। বেলা বাড়লে গরম অনুভূত হতে পারে। সরস্বতী পুজোতেই গরম অনুভূত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যেই, কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে।
5
6
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ফেব্রুয়ারির মাঝামাঝি চলতি মরশুমে বাংলা থেকে বিদায় নিতে পারে শীত। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে, শহর কলকাতাতেও ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে।
6
6
মঙ্গলবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। ভোরের দিকে কুয়াশা থাকবে, পাশাপাশি শীত অনুভূত হবে। জানানো হয়েছে, বেলা বাড়লে তাপমাত্রা বাড়ার কারণে গরম অনুভূত হবে।