সরস্বতী পুজোর দিন রাজ্যে কমেছে তাপমাত্রা। সকালের দিকে কুয়াশার প্রভাব থাকলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে রোদের দেখা মিলেছে। গোটা রাজ্য জুড়েই এদিন শুষ্ক আবহাওয়া বিরাজ করছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
2
6
হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান জেলা এবং উত্তরবঙ্গের দার্জিলিং জেলায় এক-দু’টি স্থানে হালকা কুয়াশা লক্ষ্য করা গেছে এদিন। উত্তরবঙ্গের এক-দু’টি স্থানে সর্বনিম্ন তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে।
3
6
রাজ্যের অন্যান্য অংশে শুক্রবারের সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন লক্ষ্য করা যায়নি। উত্তরবঙ্গের একাধিক জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থেকে উল্লেখযোগ্যভাবে বেশি ছিল।
4
6
দক্ষিণবঙ্গের এক-দু’টি জেলায় তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকলেও এক-দু’টি স্থানে তা স্বাভাবিকের উপরে ছিল। রাজ্যের বাকি অংশে তাপমাত্রা প্রায় স্বাভাবিক বলে জানিয়েছে হাওয়া অফিস।
5
6
এদিন দক্ষিণবঙ্গের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা নদিয়ার কল্যাণীতে ১০ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের সমতলে পুন্ডিবাড়িতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.১ ডিগ্রি সেলসিয়াস। পার্বত্য অঞ্চলের মধ্যে দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ৩.২ ডিগ্রি সেলসিয়াস।
6
6
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। প্রায় সব জেলায় এদিন তাপমাত্রা কমেছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী সাত দিনে উত্তর বা দক্ষিণবঙ্গের তাপমাত্রায় খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তবে একাধিক জেলায় থাকছে ঘন কুয়াশা।