জানুয়ারি মাসের শুরুতে রাজ্যজুড়ে যে শৈত্যপ্রবাহের দাপট দেখা গিয়েছিল এখন তার লেশমাত্রও নেই। ভোরের দিকে ঠান্ডা পড়লেও বেলা বাড়লেই সোয়েটার খুলে ফেলতে হচ্ছে বঙ্গবাসীকে। বেড়েছে রোদের তেজও।
2
5
তবে রাজ্যে শীতের প্রভাব কমলেও একাধিক জেলায় কুয়াশার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গে আগামী পাঁচদিন হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গেও আগামী তিনদিন সকালের দিকে কুয়াশা পড়বে।
3
5
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন শহরে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
4
5
হাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী এক সপ্তাহে উত্তরবঙ্গের ও দক্ষিণবঙ্গের কোথাও আবহাওয়ার সতর্কতা নেই। মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। পরিষ্কার আকাশ থাকবে। রাতের তাপমাত্রায় বিশেষ কোনও হেরফের হবে না।
5
5
আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভোরে ও সন্ধ্যায় কয়েকটি জেলায় হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হলেও, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে ভরপুর শীতের আমেজ উধাও হবে। চলতি সপ্তাহে শীতের আমেজ থেকে বঞ্চিত হবে একাধিক জেলা।