আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার দুপুর তিনটের পর আগামী দু'-তিন ঘণ্টার মধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
2
7
হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে আপাতত মৌসুমী বায়ুর প্রভাবে স্থানীয় ভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে বাংলায়। আর দু’তিন দিন এই পরিস্থিতি চলতে পারে রাজ্যে। তার পর ধীরে ধীরে এ বছরের মতো বর্ষা বিদায় নেবে বাংলা থেকে।
3
7
শনিবারের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। শনিবারের একাধিক জেলায় জারি রয়েছে হলুদ সর্তকতা। রবিবারের পর বৃষ্টির দাপট কমবে দক্ষিণবঙ্গে।
4
7
আজ কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
5
7
আজ দক্ষিণবঙ্গের এই জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। রবিবার থেকে আগামী ছ'দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টি হতে পারে। তবে কোনও সতর্কতা জারি হয়নি। আপাতত দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস নেই।
6
7
অন্যদিকে আজ উত্তরবঙ্গের কোনও জেলাতেই ঝড়বৃষ্টির সতর্কতা জারি নেই। আগামী সাতদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোনও সতর্কতা নেই।
7
7
দুর্গাপুজোর পরেই উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির জেরে ধস, বন্যার সৃষ্টি হয়েছিল। কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছিল উত্তরবঙ্গে। এখনও নিখোঁজ বহু মানুষ। বৃষ্টির দাপট কমে যাওয়ায়, আবারও পরিস্থিতি ক্রমেই স্বাভাবিক হচ্ছে। ছন্দে ফিরছে উত্তরবঙ্গ।