মঙ্গলবার কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া? বর্তমানে রাজ্যে খুব একটা শীতের প্রভাব নেই। তবে সকালের দিকে শীত লাগলেও বেলা বাড়লেই গরম। কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর?
2
6
হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় আবহাওয়ার বদল ঘটবে। নতুন করে বৃষ্টির পূর্বাভাস নেই। তবে আগামী কয়েকদিনের মধ্যে সামান্য কমতে পারে তাপমাত্রা।
3
6
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় আবহাওয়ার বদল ঘটবে। নতুন করে বৃষ্টির পূর্বাভাস নেই। তবে আগামী কয়েকদিনের মধ্যে সামান্য কমতে পারে তাপমাত্রা। মার্চের শুরু থেকে গরম বাড়বে রাজ্যে।
4
6
জানা গিয়েছে, সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে দক্ষিণবঙ্গে। তবে উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
5
6
উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং-সহ পার্বত্য অঞ্চলের একাধিক জায়গায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। কালিম্পং, আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে বেলা বাড়লে উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে বলে জানা গিয়েছে।
6
6
বুধবার পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মার্চ থেকে ক্রমশ বাড়বে তাপমাত্রার পারদ। মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস।