আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের পর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন দুপুর পৌনে তিনটের পর আগামী দু'-তিন ঘণ্টার মধ্যে ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে কমলা সতর্কতা।
2
7
বৃহস্পতিবার দুপুর তিনটে বেজে ৪০ মিনিটের পর আগামী দু'-তিন ঘণ্টার মধ্যে নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই তিন জেলাতেও জারি রয়েছে কমলা সতর্কতা।
3
7
আজ দিনভর হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
4
7
আগামিকাল শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
5
7
শনিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হলুদ সর্তকতাও জারি রয়েছে। শনিবারের পর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট খানিকটা কমবে। শনিবারের পর আপাতত কোনও সতর্কতা জারি হয়নি।
6
7
উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ থেকে আগামী সাতদিন ঝড়বৃষ্টির কোনও সতর্কতা নেই। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে দুর্যোগের আশঙ্কা আপাতত নেই। গত সপ্তাহে প্রবল বৃষ্টির জেরে উত্তরবঙ্গ বন্যা, ধসে তছনছ হয়ে গেছে। বৃষ্টির দাপট কমতেই পরিস্থিতি আবারও স্বাভাবিকের পথে এগোচ্ছে।
7
7
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ বাংলাদেশের কাছে একটি ঘূর্ণাবর্ত। যার কারণে বাংলায় আরও কিছুদিন বৃষ্টি চলবে। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। বর্তমানে উত্তর-পূর্ব বিহারে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর-পূর্ব অসমেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত। তা ছাড়া, উত্তর-পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার দাপট দেখা দিচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় একটি পশ্চিমী ঝঞ্ঝা বঙ্গে ঢুকতে পারে।