বিনোদন জগতের অন্দরমহলে কান পাতলেই এখন শোনা যাচ্ছে পাকিস্তানি হার্টথ্রব অভিনেত্রী হানিয়া আমির এবং জনপ্রিয় গায়ক আসিম আজহারের বিয়ের গুঞ্জন। দীর্ঘদিনের জল্পনা কাটিয়ে এই দুই তারকা কি তবে সত্যিই এক হতে চলেছেন? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। দুই তারকার অনুরাগীদের মনে এখন একটাই প্রশ্ন— কবে বাজবে বিয়ের সানাই?
2
5
হানিয়া আমির এবং আসিম আজহারের সম্পর্ক নিয়ে কৌতূহলের শেষ নেই। একসময় তাঁদের প্রেম ছিল 'ওপেন সিক্রেট'। মিউজিক ভিডিও থেকে শুরু করে বিভিন্ন অ্যাওয়ার্ড শো— সব জায়গায় এই জুটিকে একসঙ্গে দেখা যেত। কিন্তু মাঝখানে হঠাৎ করেই তাঁদের বিচ্ছেদের খবর সামনে আসে, যা অনুরাগীদের মন ভেঙে দিয়েছিল।
3
5
তবে সম্প্রতি শোনা যাচ্ছে যে, পুরনো মান-অভিমান ভুলে আবারও কাছাকাছি এসেছেন তাঁরা। তাই বিয়ের গুঞ্জন উঠে এসেছে আরও জোরালোভাবে। জানা যাচ্ছে, হানিয়া ও আসিমের পরিবারের মধ্যে কথাবার্তা অনেকটাই এগিয়েছে। যদিও দুই তারকার পক্ষ থেকে এখনও সরাসরি কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
4
5
আসিম শুধুমাত্র গায়ক কিংবা সঙ্গীত পরিচালক নন, তিনি অভিনয়েও নিজের দক্ষতা প্রমাণ করেছেন। তাঁর বাবাও একজন খ্যাতিমান সংগীতশিল্পী, প্রযোজক ও কিবোর্ডবাদক এবং মা জনপ্রিয় অভিনেত্রী গুল-ই-রানা। তাঁর জনপ্রিয় গানগুলোর মধ্যে 'জো তু না মিলা' অন্যতম। মজার বিষয় হল, বর্তমানে হানিয়া আমিরের জনপ্রিয় নাটক 'মেরি জিন্দেগি হ্যায় তু', যাতে বিলাল আব্বাস খানও অভিনয় করছেন, সেই নাটকের টাইটেল সং আসিম আজহারেরই গাওয়া।
5
5
জানা যাচ্ছে, হানিয়া ও আসিমের বিয়ে চলতি বছরই হতে চলেছে। দুই পরিবারের আয়োজনে কবে হতে চলেছে তাঁদের 'নিকাহ'? জানার অপেক্ষায় অনুরাগীরা।