আন্তর্জাতিক বাজারে সোনার দাম স্থিতিশীল রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অপ্রত্যাশিতভাবে দুর্বল খুচরো বিক্রির তথ্য বাজারে জল্পনা বাড়িয়েছে যে, ফেডারেল রিজার্ভ আগামী ডিসেম্বরেই সুদের হার কমাতে পারে। এর ফলে সাময়িক হলেও স্বর্ণবাজারে স্থিতিশীলতা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।
2
9
সেপ্টেম্বরে মার্কিন রিটেইল সেলস বা খুচরো বিক্রি প্রত্যাশার তুলনায় কম বেড়েছে। টানা কয়েক মাসের শক্তিশালী বৃদ্ধির পর এবার কিছুটা বিরতি দেখা গেছে। এদিকে একই সময়ে মার্কিন প্রযোজক মূল্য সূচক বার্ষিক ভিত্তিতে ২.৭ শতাংশ বেড়েছে, যা আগস্টের বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
3
9
ফেডের নীতি-নির্ধারণ নিয়ে বাজারজুড়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কিছুটা কমেছে। সিএমই গ্রুপের তথ্য অনুযায়ী, বাজার বর্তমানে ৮৫ শতাংশ সম্ভাবনা দেখছে যে ফেড ডিসেম্বরের বৈঠকেই সুদ কমাতে পারে।
4
9
যেখানে মাত্র এক সপ্তাহ আগেও এই সম্ভাবনা ছিল প্রায় ৫০ শতাংশ। শুধু তাই নয়, জানুয়ারিতেও ফেড আরও একটি সুদ কমানোর সম্ভাবনা ৬৫ শতাংশে পৌঁছেছে।
5
9
স্পট গোল্ড ৪,১৩৯.৭৯ ডলার প্রতি আউন্সে স্থিতিশীল ছিল দুপুর ১টা ৫৪ মিনিট পর্যন্ত। দিনের শুরুতে দাম ছুঁয়েছিল ১৪ নভেম্বরের পর সর্বোচ্চ স্তর। সোমবার প্রায় ২ শতাংশ বেড়েছিল স্বর্ণের দাম।
6
9
যখন ফেডের বেশ কয়েকজন নীতিনির্ধারক ডিসেম্বর ৯–১০ তারিখের বৈঠকে এই বছরের তৃতীয়বারের মতো সুদ কমানোর পক্ষপাত দেখান। ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচারস ১.১ শতাংশ বেড়ে ৪,১৪০ ডলারে স্থির হয়।
7
9
বিশ্লেষকদের মতে, অর্থনীতির গতি শ্লথ হওয়ার পাশাপাশি মুদ্রাস্ফীতি প্রত্যাশা কিছুটা স্থিতিশীল হয়েছে। ফলে ফেডের সামনে সুদ কমানোর মতো সুযোগ তৈরি হয়েছে এবং এর সরাসরি প্রভাব পড়ছে সোনা কেনার চাহিদায়। বিনিয়োগকারীরা ঐতিহ্যগতভাবে অনিশ্চয়তার সময় নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণে ঝুঁকে থাকেন।
8
9
স্পট সিলভার ০.৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫১.২১ ডলার প্রতি আউন্সে। প্ল্যাটিনাম ০.২ শতাংশ বেড়ে হয়েছে ১,৫৪৬.৪২ ডলার এবং প্যালাডিয়াম ০.১ শতাংশ বৃদ্ধি পেয়ে পৌঁছেছে ১,৩৯৭.৪৯ ডলারে।
9
9
স্পট গোল্ড ৪,১৩৯.৭৯ ডলার প্রতি আউন্সে স্থির রয়েছে। মার্কিন গোল্ড ফিউচারস ডিসেম্বর ডেলিভারির জন্য ৪,১৪০ ডলারে লেনদেন শেষ করেছে।