বিশেষ কোনও অনুষ্ঠানে যাওয়ার আগে নিজের সাজসজ্জায় ত্রুটি রাখতে চান না কেউই। কিন্তু একেবারে প্রস্তুত হয়ে আয়নার সামনে শেষ ঝটকায় চুলে ব্রাশ চালাতেই গায়ের পোশাকে ঝরে পড়া সাদা গুঁড়ো খুশকি আপনার আত্মবিশ্বাসে চিড় ধরাতে পারে। তবে দুশ্চিন্তার কিছু নেই। খুব সহজ, ঘরোয়া উপায়ে আপনি মুক্তি পেতে পারেন এই বিব্রতকর সমস্যার হাত থেকে।
2
8
৩ টেবিল চামচ লবণ শুকনো অথবা হালকা ভেজা মাথার ত্বকে ঘষে ম্যাসাজ করুন। কয়েক মিনিট রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে নিন।
3
8
আধা কাপ উষ্ণ জল ও আধা কাপ অ্যাপেল সিডার ভিনেগার একসাথে মিশিয়ে মাথার ত্বকে লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন, তবে শ্যাম্পু নয়।
4
8
২ চা চামচ মেথি সারারাত এক বাটিতে জলভরে ভিজিয়ে রাখুন। সকালে পেস্ট করে মাথার ত্বকে লাগিয়ে ৩০–৪৫ মিনিট রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
5
8
৪–৫ গ্লাস জলে কয়েকটা নিমপাতা সারারাত ভিজিয়ে রেখে সকালে সেই জল ছেকে মাথায় ঢালুন। নিয়মিত ব্যবহারে খুশকি দূর হবে।
6
8
এক কাপ টক দইয়ে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মাথার ত্বকে লাগান। আধ ঘণ্টা রেখে শ্যাম্পু করুন। খুশকির পাশাপাশি চুলও হবে ঝলমলে।
7
8
কয়েক ফোঁটা টি ট্রি অয়েল নারকেল তেলের সঙ্গে মিশিয়ে হালকা গরম করে মাথার ত্বকে ম্যাসাজ করুন। একঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।
8
8
খাঁটি অ্যালোভেরা জেল মাথার ত্বকে লাগিয়ে আধ ঘণ্টা রাখুন, তারপর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। এটি মাথার ত্বকের প্রদাহ কমায় এবং খুশকি রোধে কার্যকর।