আর মাত্র দেড় মাস। তারপরই শুরু হবে নতুন বছর। নতুন আশা, স্বপ্ন নিয়ে একটা গোটা বছর শুরু হবে। বহুদিন ধরে বিয়ের চেষ্টা করছেন, কিন্তু কথা এগিয়েও পাকা হচ্ছে না? কোনও না কোনও সমস্যা দেখা দিচ্ছে? তাহলে জানুন ২০২৬ সালে কোন রাশির বিবাহযোগ্যদের বিয়ের তুমুল সম্ভাবনা রয়েছে।
2
7
তুলা: শুক্র দ্বারা পরিচালিত হয় এই রাশি। এই রাশির জাতকেরা পার্টনারশিপ, বিয়েতে বিশ্বাস করেন। মানিয়ে গুছিয়ে চলতে পারেন। ২০২৬ সালে এই রাশির বিবাহযোগ্য ব্যক্তিদের বিয়ের সম্ভাবনা রয়েছে।
3
7
বৃষ: এই রাশির জাতকেরা ভীষণ সৎ হয়। স্টেবল সম্পর্ক ভালবাসেন। আগামী বছর এই রাশির জাতকেরা নিজেদের জন্য সঠিক সঙ্গী বেছে নিতে পারবেন।
4
7
মীন: প্রেমের সম্পর্কে থেকে থাকলে, সেটা বিবাহের পরিণতি পাবে। ২০২৬ সাল মীন রাশির জাতকদের জন্য নতুন সম্পর্ক শুরু করার শুভ সময়।
5
7
কর্কট: কর্কট রাশির জাতকেরা আগামী বছর বিয়ে করতে পারেন। পুরনো ক্ষত, আঘাত ভুলে নতুন সম্পর্ক শুরু করার সম্ভাবনা রয়েছে এই রাশির জাতকদের। আর যাঁরা সম্পর্কে রয়েছেন, তাঁরা সেটিকে পরবর্তী ধাপে নিয়ে যাবেন।
6
7
মকর: বৃহস্পতির আশীর্বাদে এই রাশির জাতকেরা আগামী বছর বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন। তবে এই রাশির জাতকদের ক্ষেত্রে ২০২৬ এর মাঝামাঝি সময় থেকে বিবাহের যোগ তৈরি হবে।
7
7
তার মানে এটা একদমই নয় যে এই ৫ রাশি ছাড়া আর অন্য কোনও রাশির জাতকদের বিয়ে হবে না। তবে সেই সম্ভাবনা ক্ষীণ এঁদের তুলনায়। বিয়ে বিষয়টা অনেকটাই নির্ভরশীল প্রতিটি ব্যক্তির জন্মছকের উপর।