আজকাল ওয়েবডেস্ক: চিড়িয়াখানায় বাঘ দেখা আর বনের মধ্যে উন্মুক্ত পরিবেশে ব্যাঘ্র দর্শন একেবারেই আলাদা অভিজ্ঞতা। ভাগ্যক্রমে ভারতে এমন বেশ কিছু টাইগার রিজার্ভ এবং জাতীয় উদ্যান রয়েছে যেখানে একবার ঘুরতে গেলেই বাঘ বাবাজির দর্শন পাওয়া যায় হামেশাই।
2
6
১। বান্ধবগড় টাইগার রিজার্ভ (মধ্যপ্রদেশ): বান্ধবগড়কে ভারতে বাঘ দেখার অন্যতম সেরা স্থান হিসেবে গণ্য করা হয়। এর প্রধান কারণ হল এখানে প্রতি বর্গ কিলোমিটারে বাঘের ঘনত্ব দেশের মধ্যে সর্বোচ্চ। বিশেষ করে পার্কটির ‘তালা’ অঞ্চলে বাঘের দেখা পাওয়ার সম্ভাবনা খুব বেশি। এখানকার পাহাড়ি ভূখণ্ড এবং মিশ্র জঙ্গল বাঘেদের জন্য আদর্শ আশ্রয়স্থল।
3
6
২। রণথম্ভোর ন্যাশনাল পার্ক (রাজস্থান): ঐতিহাসিক রণথম্ভোর দুর্গকে ঘিরে থাকা এই পার্কটি টাইগার সাফারির জন্য বিখ্যাত। এখানকার ভূখণ্ড তুলনামূলকভাবে শুষ্ক এবং জঙ্গল খুব ঘন নয়, ফলে বাঘের দেখা পাওয়া তুলনামুলক ভাবে সহজ। পার্কের বিভিন্ন হ্রদের (যেমন- পদ্ম তালাও, রাজবাগ) আশেপাশে বাঘেদের প্রায়শই বিশ্রাম নিতে বা জল খেতে দেখা যায়।
4
6
৩। তাডোবা আন্ধারি টাইগার রিজার্ভ (মহারাষ্ট্র): মহারাষ্ট্রের এই সংরক্ষিত বনাঞ্চল সাম্প্রতিক বছরগুলিতে বাঘ দেখার অন্যতম সেরা গন্তব্য হয়ে উঠেছে। ‘বিদর্ভের রত্ন’ নামে পরিচিত এই পার্কে বাঘের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এখানকার জলাশয়গুলির চারপাশে, বাঘের আনাগোনা লেগেই থাকে।
5
6
৪। জিম করবেট ন্যাশনাল পার্ক (উত্তরাখণ্ড): ভারতের প্রাচীনতম এই জাতীয় উদ্যানটি বাঘ সংরক্ষণের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। পার্কের ‘ঢিকালা’ জোনটি বাঘ দেখার জন্য বিশেষভাবে পরিচিত। রামগঙ্গা নদীর তীরের বিস্তীর্ণ তৃণভূমি বা অঞ্চলে বাঘেদের শিকার করতে বা রোদ পোহাতে দেখা যায়
6
6
৫। কানহা টাইগার রিজার্ভ (মধ্যপ্রদেশ): রুডইয়ার্ড কিপলিং-এর ‘দ্য জাঙ্গল বুক’-এর অনুপ্রেরণা এই কানহা টাইগার রিজার্ভ। এখানকার বিস্তীর্ণ শাল বন এবং সবুজ তৃণভূমি বাঘেদের এক চমৎকার বাসস্থান। বাঘ ছাড়াও এখানে বিরল প্রজাতির বারাসিঙ্গা হরিণ দেখা যায়। জঙ্গলটির বিশাল আয়তনের কারণে সাফারির অভিজ্ঞতাও খুব ভাল।