সংবাদসংস্থা মুম্বই: শিশুশিল্পী হিসেবে অভিনয় জগতে পথ চলা শুরু হয়েছিল অভিনেত্রী ফাতিমা সানা শেখের। এরপর আমির খানের 'দঙ্গল' ছবিতে অভিনয় করে দর্শকের নজর কাড়েন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে যৌন হেনস্থার শিকার হওয়া প্রসঙ্গে কথা বলেন অভিনেত্রী। জানান, সেই সময় কী ভয়ানক পরিণতি হয়েছিল তাঁর।
2
6
ফাতিমার কথায়, “একবার একজন লোক আমাকে খুব খারাপভাবে স্পর্শ করেছিল। সঙ্গে সঙ্গে আমি তাকে মারি। কিন্তু সে আমাকে পাল্টা মারে, খুব জোরে লাগে। আমি পড়ে যাই।”ফাতিমা জানান, সেই ঘটনার পর থেকে তিনি আরও বেশি সতর্ক হয়ে যান। বলেন, “এর পর আমি বুঝে গিয়েছিলাম, যেকোনও পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানানোটা কেমন হওয়া উচিত। কিন্তু কী অদ্ভুত! আমাদের সঙ্গে খারাপ কিছু ঘটলেও ভাবতে হয়, আমরা কীভাবে প্রতিক্রিয়া দেব!”
3
6
এই একটি ঘটনা নয়, আরও এক ভয়ংকর অভিজ্ঞতার কথাও বলেন তিনি। করোনা অতিমারির সময় মাস্ক পরে সাইকেল চালাচ্ছিলেন ফাতিমা। তখন এক টেম্পো চালক তাঁর পিছু নেয়। অদ্ভুত শব্দ করতে করতে সোজা তাঁর বাড়ির গলির মুখ পর্যন্ত ধাওয়া করে। ফাতিমার কথায়, “তারকা হলেও এই ধরনের ঘটনা এড়ানো যায় না। কারণ, এসব ঘটনার শিকার হওয়ার জন্য শুধু একজন মহিলা হয়ে জন্মানোই যথেষ্ট।” এই সাক্ষাৎকারের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মন্তব্যের ঝড় উঠেছে। অনেকেই ফাতিমার সঙ্গে সহমত পোষণ করেন।
4
6
সম্প্রতি অভিনেত্রীকে দেখা গিয়েছে 'মেট্রো ইন দিনো' ছবিতে, আলি ফজলের বিপরীতে। এই ছবির প্রচারে সম্প্রতি 'দ্য কপিল শর্মা শো'-এ এসেছিলেন তিনি। সঙ্গে ছিল ছবির অন্যান্য তারকারাও। এই মুহূর্তে বলিউডে জনপ্রিয় হলেও, শিক্ষাজীবনে যে তিনি খুব একটা ভাল ছিলেন না তা নিজেই এই শো-এ এসে খোলসা করেন ফাতিমা। তিনি জানান, উচ্চমাধ্যমিকে নাকি ফেল করেন অভিনেত্রী!
5
6
তিনি বলেন, "আমি দ্বাদশ শ্রেণির পড়া শেষ করিনি। আসলে আমি তো উচ্চমাধ্যমিকে ফেল করেই পড়াশোনা ছেড়ে দিই।" এই প্রসঙ্গে অনুষ্ঠানে থাকা কপিল শর্মাও নিজের স্কুলজীবনের কথা বলেন। হাস্যরসের সুরে তিনি জানান, "আমি কিন্তু দ্বাদশ শ্রেণিতে ৪৪ শতাংশ নম্বর পেয়েছিলাম!"
6
6
ফাতিমার এই ধরনের খোলামেলা স্বীকারোক্তি এবং আত্মবিশ্লেষণ দর্শকদের বেশ মন ছুঁয়ে যায়। বলিউড তারকাদের এমন স্বীকারোক্তি প্রমাণ করে, পড়াশোনায় পিছিয়ে থাকলেও পরিশ্রম ও প্রতিভা দিয়ে সফলতা অর্জন সম্ভব।