সি কাউ। বসবাস জলের তলায়। খায় ঘাস। আর এই ঘাস খাওয়ার অভ্যাসের জন্যই নাকি তাদের বলা হয়ে থাকে সমুদ্রের গরু অর্থাৎ 'সি-কাউ'।
2
7
যদিও এদের সি কাউ বলা হলে, এই স্তন্যপায়ী প্রাণীর প্রজাতিগুলির নাম মানাটি বা ডুগং। ফিলিপাইন্সের বাসুয়াঙ্গা দ্বীপের উপকূলে এদের দেখতে পাওয়া যায়।
3
7
কাতারের মরুভূমিতে, বিজ্ঞানীরা একটি জীবাশ্ম কবরস্থান আবিষ্কার করেছেন । বিজ্ঞানীদের মতে, ২ কোটি বছরেরও বেশি সময় ধরে সি কাউ'রা আরব উপসাগরীয় অঞ্চলে সমুদ্রের বাস্তুতন্ত্র রক্ষায় বড় ভূমিকা পালন করেছে।
4
7
সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীরা কীভাবে বিবর্তিত হয়েছে এবং একটা দীর্ঘ সময় ধরে তারা কীভাবে সমুদ্রের বাস্তুতন্ত্রকে রক্ষা করে এসেছে, সেই বিষয়ে ছিল গবেষণা। আর তাতেই নতুন করে চর্চায় উঠে এসেছে সি কাউ।
5
7
দক্ষিণ-পশ্চিম কাতারের আল মাসজাবিয়া অঞ্চল জুড়ে নানা জায়গায় সি-কাউ'দের হাড়, জীবাশ্ম উদ্ধার করেছে বলে জানা গিয়েছে।
6
7
জানা গিয়েছে, বিভিন্ন প্রজাতির সি কাউ'দের দৈর্ঘ্য হয় ৫.৬ ফুট থেকে ১০ ফুট পর্যন্ত।
7
7
সালওয়াসিরেন, অর্থাৎ যে প্রজাতির সি-কাউ'এর জীবাশ্ম পাওয়া গিয়েছে ওই নির্দিষ্ট অঞ্চলে, বিজ্ঞানীদের মতে, সেগুলি সি-কাউ'এর অন্যান্য প্রজাতিগুলির থেকে আয়তনে অনেকটাই ছোট। দেশের বৈষষ্ট্য, হাড়ের গঠনও কিছু ক্ষেত্রে আলাদা।