মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক জনসমাবেশে দাবি করেন যে তাঁর আলঝাইমার রোগ নেই। তবে সেই বক্তব্যের মাঝেই তিনি রোগটির নাম উল্লেখ করতে গিয়ে বিভ্রান্ত হন—যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে।
2
8
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপে দেখা যায়, মানসিক ক্ষমতা নিয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প আত্মবিশ্বাসের সঙ্গে নিজের সুস্থতার কথা বলেন, কিন্তু আলঝাইমারের নাম উচ্চারণ করতে গিয়ে থমকে যান এবং অন্য শব্দ ব্যবহার করেন।
3
8
ট্রাম্পের সমর্থকেরা বলছেন, এটি সামান্য ভাষাগত ভুল, যেটি দীর্ঘ বক্তৃতার সময় যে কারও হতে পারে। তাঁদের মতে, প্রতিদ্বন্দ্বীরা এই মুহূর্তটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বড় করে দেখাচ্ছেন।
4
8
অন্যদিকে সমালোচকেরা বলছেন, এই ধরনের বিভ্রান্তি ট্রাম্পের বয়স ও মানসিক ক্ষমতা নিয়ে চলা উদ্বেগকে আরও উসকে দিচ্ছে। বিশেষ করে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে প্রার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।
5
8
স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ মনে করিয়ে দিচ্ছেন, আলঝাইমার একটি স্নায়বিক রোগ এবং রোগ নির্ণয়ের জন্য দীর্ঘমেয়াদি চিকিৎসা পরীক্ষা প্রয়োজন। একটি বক্তৃতায় শব্দ ভুলে যাওয়া মানেই কেউ ওই রোগে আক্রান্ত—এমন সিদ্ধান্তে পৌঁছানো বৈজ্ঞানিকভাবে সঠিক নয়।
6
8
ডেমোক্র্যাট শিবিরের নেতারা বিষয়টি নিয়ে কটাক্ষ করে বলেছেন, ট্রাম্প নিজেই যেসব প্রশ্ন তুলছেন, তাঁর বক্তব্য সেগুলোকেই আরও জোরালো করছে। রিপাবলিকান নেতারা আবার পাল্টা যুক্তি দিয়ে বলছেন, বিরোধীরা গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করতে চাইছে।
7
8
এই ঘটনার পর সামাজিক মাধ্যমে হাস্যরসাত্মক পোস্ট থেকে শুরু করে উদ্বেগ প্রকাশ—সব ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ এটিকে রাজনৈতিক নাটক হিসেবে দেখছেন, আবার কেউ কেউ নেতৃত্বের মানদণ্ড নিয়ে প্রশ্ন তুলছেন।
8
8
স্পষ্টতই, একটি বক্তব্যের ছোট্ট মুহূর্তও কীভাবে বড় রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে, ট্রাম্পের এই মন্তব্য তারই আরেকটি উদাহরণ হয়ে রইল।