অনেকেই মনে করেন সুস্থ যৌন জীবন সুস্থ দাম্পত্যের চাবিকাঠি। কিন্তু অনেক সময়ই দেখা যায় সঠিক যৌন শিক্ষার অভাবে নানা ধরনের সমস্যা আসে যৌন জীবনে। বহু পুরুষ নিজের পুরুষাঙ্গ নিয়ে হীনম্মন্যতায় ভোগেন।
2
10
সেই হীনম্মন্যতার জায়গা থেকেই নিজের পুরুষাঙ্গের দৈর্ঘ্য বৃদ্ধি করার জন্য হাসপাতালে গিয়েছিলেন বছর ৩৫-এর এক যুবক। কিন্তু সেই হাসপাতালেই যে এমন হিতে বিপরীত কাণ্ড হবে তা বুঝতে পারেনি তিনি।
3
10
পুরুষাঙ্গের দৈর্ঘ্য বৃদ্ধি করা তো দূর, ভুলক্রমে গোটা যৌনাঙ্গই কেটে ফেলেন চিকিৎসক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কোরিয়ার সিওলের গাংনাম অঞ্চলে।
4
10
প্রসঙ্গত পুরুষদের যৌনাঙ্গে কোনও হাড় থাকে না। তাকে বিশেষ রক্ত সংবাহী কিছু পেশী। এই পেশির মধ্যে রক্তের চাপ বৃদ্ধি পাওয়ার ফলেই যৌনাঙ্গ উত্থিত হয়। এই প্রক্রিয়া বাধা প্রাপ্ত হলে লিঙ্গ শিথিলতার মত সমস্যা দেখা দিতে পারে।
5
10
চিকিৎসাশাস্ত্র অনুযায়ী উত্থিত অবস্থায় লিঙ্গের দৈর্ঘ্য গড়ে ৫.১ ইঞ্চি থেকে ৫.৫ ইঞ্চির মধ্যে হয়। কিন্তু অনেক সময় যৌন শিক্ষার অভাবে স্বাভাবিক পুরুষাঙ্গ থাকার পরেও হীনম্মন্যতায় ভোগেন পুরুষরা।
6
10
পুরুষাঙ্গের দৈর্ঘ্য বৃদ্ধির জন্য যে অস্ত্রোপচার করা হয় তা বেশ ঝুঁকির। অধিকাংশ ক্ষেত্রে পুরুষাঙ্গ লম্বালম্বি ভাবে চিরে তার ভিতর বিশেষ প্রস্থেটিক পেশী বসানো হয়।
7
10
কিন্তু এই রোগীর ক্ষেত্রে চিকিৎসক ভুলক্রমে আড়াআড়িভাবে গোড়া থেকে কেটে ফেলেন পুরুষাঙ্গ।
8
10
রোগীর অভিযোগ চিকিৎসকের গাফিলতিতে সম্পূর্ণভাবে অক্ষম হয়ে গিয়েছেন তিনি। সব ধরনের যৌন উদ্দীপনা হারিয়ে ফেলেছেন। কষ্ট হচ্ছে স্বাভাবিকভাবে প্রস্রাব করতেও।
9
10
গোটা বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হন রোগী। তবে অভিযোগের বিপরীতে আত্মপক্ষ সমর্থনের সময় অভিযুক্ত চিকিৎসক দাবি করেন, গোটা অস্ত্রোপচার যে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং তা চলাকালীন যে দুর্ঘটনা ঘটতে পারে সে কথা আগেই জানানো হয়েছিল রোগীকে।
10
10
আদালত অবশ্য চিকিৎসকের এই দাবি মানতে চায়নি। ক্ষতিপূরণ বাবদ চিকিৎসককে ১৩ হাজার পাউন্ড অর্থ দিতে হবে বলে রায় দেয় কোরিয়ার একটি আদালত। যা ভারতীয় মুদ্রায় ১৩ লক্ষ টাকার কিছু বেশি। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করেছেন ওই চিকিৎসক।