মা হলেন পর্দার পার্বতী! পুত্র নাকি কন্যা? কে এল কোলে
নিজস্ব সংবাদদাতা
৭ ডিসেম্বর ২০২৫ ১৪ : ২৪
শেয়ার করুন
1
5
জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘দেবো কে দেব মহাদেব’-এ পার্বতীর চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করা অভিনেত্রী সোনারিকা ভদোরিয়া মাতৃত্বের নতুন অধ্যায়ে পা রাখলেন। সোনারিকা ৫ ডিসেম্বর প্রথম সন্তানের জন্ম দিয়েছেন। তাঁর কোলে এসেছে ফুটফুটে এক মেয়ে।
2
5
সোনারিকা শনিবার সোশ্যাল মিডিয়ায় নবজাতকের পায়ের একটি মোনোক্রোম ছবি শেয়ার করে লিখেছেন, ‘০৫.১২.২০২৫ আমাদের সবচেয়ে মিষ্টি, সবচেয়ে বড় আশীর্বাদ… সে এসেছে এবং সে-ই এখন আমাদের গোটা পৃথিবী।”
3
5
অভিনেত্রী গর্ভাবস্থা ঘোষণার পর থেকেই নিজের মাতৃত্বের যাত্রার বিভিন্ন মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছিলেন। সম্প্রতি তিনি তাঁর মেটারনিটি ফটোশুটের ছবিও প্রকাশ করেছিলেন।
4
5
উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সোনারিকা ব্যবসায়ী বিকাশ পরাশরকে বিয়ে করেন। চলতি বছরের সেপ্টেম্বরেই দম্পতি প্রথম সন্তানের আগমনের খবর জানান।
5
5
২০১১ সালে ‘তুম দে না সাথ মেরা’ দিয়ে ছোটপর্দায় পা রাখার পর ‘দেবো কে দেব মহাদেব’ তাঁকে ঘরে ঘরে পৌঁছে দেয়। টেলিভিশনের পাশাপাশি সোনারিকা তেলেগু ছবিতেও অভিনয় করেছেন—যার মধ্যে রয়েছে ‘জাদুগাড়ু’ এবং ‘ইডো রকম আডো রকম’। পরে আবার তিনি ফিরে আসেন টিভিতে— ‘পৃথ্বী বল্লভ’, ‘দাস্তান-এ-মোহব্বত’ এবং ‘ইশক মে মরযাওয়া’-র মতো ধারাবাহিকে অভিনয় করেন।