অভিমানের পালা শেষ! ইধিকার সঙ্গে প্রেমের গুঞ্জন সরিয়ে রুক্মিণীর সঙ্গে গাঁটছড়া বাঁধছেন দেব?
নিজস্ব সংবাদদাতা
২৩ নভেম্বর ২০২৫ ১১ : ২০
শেয়ার করুন
1
6
দেব–রুক্মিণী মৈত্রকে কেন্দ্র করে গুঞ্জন যেন থামতেই চাইছে না। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, নায়ক–নায়িকার মধ্যে নাকি দূরত্ব বেড়েছে। প্রেমিকের উপর অভিমানেই রুক্মিণী মুম্বইয়ে গিয়ে উঠেছিলেন—এমনটাই জল্পনা টলিপাড়ায়।
2
6
এর মধ্যেই পরপর একাধিক ছবিতে দেবের সহ-অভিনেত্রী হিসেবে ইধিকা পালের উপস্থিতি আরও জোরালো করে গুজবের আগুন। ফিসফাস উঠেছিল—নবাগতা নায়িকার সঙ্গে দেবের বাড়তি ঘনিষ্ঠতাই নাকি সহ্য হচ্ছিল না রুক্মিণীর, তাই তিনি দূরত্ব বাড়িয়েছিলেন নিজের মতো করে।
3
6
তবে নতুন ছবি ‘হাঁটি হাঁটি পা পা’-র প্রচারে শহরে ফিরেছেন রুক্মিণী, আর সেই সূত্রেই ফের মুখোমুখি দেখা দেবের সঙ্গে। ক্যামেরার সামনে তাঁদের রসায়ন কিন্তু আগের মতোই স্বচ্ছন্দ ও উষ্ণ, যা দেখে অনুরাগীদের একাংশের মত—অভিমানের বরফ বোধহয় গলতে শুরু করেছে।
4
6
সম্প্রতি গোয়ায় ৫৬তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায় যোগ দেন রুক্মিণী। লাল গালিচায় দাঁড়িয়ে নিজের একটি ছবি পোস্ট করে জানান স্বপ্নপূরণের অনুভূতি। সেই পোস্টেই দেবের মন্তব্য নজর কাড়ে—“তোমার জন্য গর্বিত। আর হ্যাঁ, আমিও পাত্রী খুঁজছি আমার জন্য!”
5
6
হঠাৎ দেবের এমন রসিক মন্তব্য কেন? আসলে ‘হাঁটি হাঁটি পা পা’-র প্রচারের জন্য সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টার ঘুরছে, যেখানে রুক্মিণীর ছবির নিচে লেখা—“পাত্র চাই।” সেই প্রসঙ্গ টেনে এনে দেব নিজের ‘পাত্রী খোঁজা’র কথা বলেন।
6
6
তবে এ কি কেবলই ছবির প্রচারের খাতিরে করা মজা? নাকি এর আড়ালে আছে আরও গভীর কোনও ইঙ্গিত? অভিমান ভুলে সত্যিই কি নতুন পথে এগোচ্ছেন দু’জনে?—উত্তর দেবে সময়ই।