সংবাদসংস্থা মুম্বই: শিশুশিল্পী হিসাবে অভিনয় জগতে পথ চলা শুরু হয়েছিল অভিনেত্রী ফাতিমা সানা শেখের। এরপর আমির খানের 'দঙ্গল' ছবিতে অভিনয় করে দর্শকের নজর কাড়েন অভিনেত্রী।
2
6
সম্প্রতি তাঁকে দেখা যেতে চলেছে 'মেট্রো ইন দিনো' ছবিতে, আলি ফজলের বিপরীতে। এই ছবির প্রচারে সম্প্রতি 'দ্য কপিল শর্মা শো'-এ এসেছিলেন তিনি। সঙ্গে ছিলেন ছবির অন্যান্য তারকারাও।
3
6
এই মুহূর্তে বলিউডে জনপ্রিয় হলেও, শিক্ষাজীবনে যে তিনি খুব একটা ভাল ছিলেন না তা নিজেই এই শো-এ এসে খোলসা করেন ফাতিমা। তিনি জানান, উচ্চমাধ্যমিকে নাকি ফেল করেন অভিনেত্রী!
4
6
তিনি বলেন, "আমি দ্বাদশ শ্রেণির পড়া শেষ করিনি। আসলে আমি তো উচ্চমাধ্যমিকে ফেল করেই পড়াশোনা ছেড়ে দিই।" এই প্রসঙ্গে অনুষ্ঠানে থাকা কপিল শর্মাও নিজের স্কুলজীবনের কথা বলেন। হাস্যরসের সুরে তিনি জানান, "আমি কিন্তু দ্বাদশ শ্রেণিতে ৪৪ শতাংশ নম্বর পেয়েছিলাম!"
5
6
এই আলোচনার ফাঁকেই অভিনেত্রী সারা আলি খানের নাম উঠে আসে। তাঁর শিক্ষাগত যোগ্যতার বিষয়ে জানতে চাওয়া হলে ফাতিমা বলেন, "সারা খুবই শিক্ষিত মেয়ে। ও কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে। ওর মতো মেয়েদের থেকে অনেক কিছু শেখার আছে।"
6
6
ফাতিমার এই ধরনের খোলামেলা স্বীকারোক্তি এবং আত্মবিশ্লেষণ দর্শকদের বেশ মন ছুঁয়ে যায়। বলিউড তারকাদের এমন স্বীকারোক্তি প্রমাণ করে, পড়াশোনায় পিছিয়ে থাকলেও পরিশ্রম ও প্রতিভা দিয়ে সফলতা অর্জন সম্ভব।