নতুন ঘরের গৃহপ্রবেশ, মেয়ের তৃতীয় জন্মদিন, আর পরিবারের সঙ্গে কাটানো একান্ত মুহূর্ত...সব মিলিয়ে আলিয়া ভাটের নভেম্বর যেন শুধুই ভালবাসায় মোড়া। সম্প্রতি নিজের নভেম্বর মাসের ছবি ডাম্প শেয়ার করে নেটদুনিয়ার মন জিতেছেন অভিনেত্রী।
2
8
আলিয়ার এই ছবি সিরিজে জায়গা পেয়েছে রণবীর কাপুর ও নিতু কপূরের সঙ্গে নতুন বাড়ির ঘরোয়া মুহূর্ত, আবার রয়েছে ছোট্ট রাহা কাপুরের জন্মদিনের আদুরে ঝলক। গ্ল্যামার নয়, বরং পরিবারকেন্দ্রিক সাধারণ মুহূর্তই এই ছবি ডাম্পের মূল আকর্ষণ।
3
8
৬ নভেম্বর তিন বছরে পা দেয় আলিয়া–রণবীরের একমাত্র মেয়ে রাহা। মেয়ের জন্মদিনের বেশ কয়েকটি ছবিতে ধরা পড়েছে একেবারে স্বল্প কিন্তু সুন্দর করে সাজানো উদ্যাপন। জন্মদিনের মূল নায়িকা অবশ্যই রাহা, পরিবারের সবার ভালবাসায় ঘেরা, হাসিমুখে।
4
8
এই ছবিগুলোর মধ্যেই আলিয়া শেয়ার করেছেন নতুন বাড়ির গৃহপ্রবেশ ও পুজোর কিছু ঝলক। ঘর, রীতি আর পারিবারিক আচার, সব মিলিয়ে আলিয়ার ঐতিহ্যের দিকটিও যেন ধরা পড়েছে এই ফ্রেমগুলোতে।
5
8
ছবি ডাম্পে জায়গা পেয়েছেন শাশুড়ি নীতু কাপুরও। শাশুড়ি-বৌমার উষ্ণ কয়েকটি ফ্রেম সোশ্যাল মিডিয়ায় বেশ প্রশংসা কুড়িয়েছে। অন্যদিকে একাধিক ক্যান্ডিড ছবিতে রণবীর কাপুরকে দেখা গেছে আলিয়ার পাশে-দু’জনেই যেন স্বচ্ছন্দ, শান্ত, নিজের জগতে সুখী।
6
8
সবচেয়ে বেশি ভাইরাল হওয়া ছবিগুলোর একটি হল, মায়ের সঙ্গে পোজ দিচ্ছেন আলিয়া, আর ক্যামেরার আড়ালে সেই মুহূর্ত বন্দি করছেন বাবা মহেশ ভাট। এই ছবির কমেন্ট সেকশন ভরে গিয়েছে ভালোবাসায়। অনেকেই এই ডাম্পকে বলেছেন, “অপ্রত্যাশিত এবং ভীষণই মন ছুঁয়ে যাওয়া।”
7
8
এখানেই শেষ নয়। আলিয়া শেয়ার করেছেন বোন শাহিন ভাটের জন্মদিনের একটি মিষ্টি মুহূর্তও, যা পুরো ডায়েরিটিকে আরও ব্যক্তিগত করে
তুলেছে।
8
8
এখানেই শেষ নয়। আলিয়া শেয়ার করেছেন বোন শাহিন ভাটের জন্মদিনের একটি মিষ্টি মুহূর্তও, যা পুরো ডায়েরিটিকে আরও ব্যক্তিগত করে তুলেছে।