বর্তমান সময়ে দূষণ যে পরিমাণে বেড়েছে, তাতে দুদিন অন্তর চুল না ধুলে হয় না। চিটচিটে হয়ে যায়, চুল ওঠে। কিন্তু জানেন কি হিন্দু শাস্ত্রমতে যেদিন ইচ্ছে সেদিনই চুল ধোয়া উচিত নয়। বরং ভুল দিনে শ্যাম্পু করলে তার কুপ্রভাব পড়ে জীবনে। জেনে নিন কোন কোন দিন শ্যাম্পু করবেন, কোন দিন নয়।
2
8
সোমবার শ্যাম্পু করতে পারেন। এই দিনটি দেবাদিদেব মহাদেবের দিন বলে মনে করা হয়। তাই এদিন শ্যাম্পু করলে তাঁর আশীর্বাদ পাওয়া যায় বলেই মনে করা হয়।শান্তি এবং শুদ্ধতা লাভ হয়।
3
8
মঙ্গলবার ভুলেও শ্যাম্পু করবেন না। এতে মঙ্গলের রুদ্র তেজ প্রভাবিত হয়, যার নেতিবাচক প্রভাব পড়ে জীবনেও। এদিন চুল ধুলে খরচ বাড়বে, বাড়বে রাগ, ঝামেলা, অশান্তিও।
4
8
বুধবার অবশ্যই শ্যাম্পু করতে পারেন। বুধের শক্তি এমনিও নিজেকে সুন্দর করে তুলতে সাহায্য করে। জীবনে ব্যালেন্স আসে বুধবার চুল ধুলে।
5
8
অন্য যে কোনও দিন যদিও বা চুল ধুয়েছেন, বৃহস্পতিবার ভুলেও শ্যাম্পু করবেন না। এতে বৃহস্পতির আশীর্বাদ কমে, যার প্রভাব পড়বে আপনার জ্ঞান, শিক্ষা, অর্থনৈতিক অবস্থার উপর। আপনার বিবাহিত জীবনেও নেতিবাচক প্রভাব পড়বে।
6
8
শুক্রবার শ্যাম্পু করা যায়। লক্ষ্মী এবং শুক্র এদিন আশীর্বাদ দেন, এতে সৌন্দর্য বৃদ্ধি পায়। উজ্জ্বলতা আসে।
7
8
শনিবার শ্যাম্পু না করাই শ্রেয়। এই দিনটি শনিদেবের, ভীষণই সংবেদনশীল। ফলে এই দিন শ্যাম্পু করলে জীবনে অস্থিরতা আসে, টাকা পাওয়ার কথা থাকলে তাতে দেরি হয়। অন্যান্য কাজও বাধাপ্রাপ্ত হয়।
8
8
রবিবার ছুটির দিন বলে অনেকেই শ্যাম্পু করে থাকেন, তবে এই দিনও শ্যাম্পু না করাই ভাল। সূর্যের তাপ এবং শীতল জল, একে অন্যের বিপরীত। ফলে তাতে রোগ-বালাই হওয়ার সম্ভাবনা বাড়ে, মাথা যন্ত্রণা হয়।