এবার স্বাধীনতা দিবস পড়েছে শুক্রবার। ফলে, টানা তিনদিনের ছুটি দেখে খুশিতে লাফাচ্ছেন ভ্রমণপিপাসুরা। কিন্তু প্রচলিত নিয়মে ছুটি না কাটিয়ে এই প্রতিবেদনে এমন কিছু জায়গার খোঁজ রইল যেখানে আপনি ছুটিতে গিয়ে ‘কিছু না করেই’ সময় কাটাতে পারে নৈসর্গিক দৃশ্যের সঙ্গে।
2
9
প্রচলিত ‘কর্ম-কেন্দ্রিক’ ছুটি কাটানোর থেকে ভিন্ন এটি। এই ধরনের ছুটি সাধারণত জীবনের মুহূর্তগুলোকে নিজের গতিতে উপভোগ করার কথা বলে। কিছু না করা মানে অনেক কিছু হতে পারে। যেমন, ঘুমানো, সাঁতার কাটা, ধীরে ধীরে খাওয়া, রোদে বসে থাকা ইত্যাদি। দেখে নেওয়া যাক এমন কিছু জায়গার নাম।
3
9
সারিস্কা টাইগার রিজার্ভের ধারে আরাবল্লী পাহাড়ের সৌন্দর্যে ঘেরা নতুন বিলাসবহুল রিট্রিট ‘সারিস্কা লজ’ প্রকৃতিপ্রেমীদের জন্য স্বর্গ। এখানে যেতে পারেন ছুটি কাটাতে।
4
9
ঐতিহ্য ও বিলাসিতার মিলনস্থল ধরমশালার ব্রিজ আনায়রা এমনই আরও এক রিসর্ট। এর ১২টি মনোমুগ্ধকর ঘর অতিথিদের নিয়ে যায় হিমালয়ের মনোরম প্রাকৃতিক পরিবেশের গভীরে।
5
9
‘সিতারা হিমালয়া’ হিমালয়ের হৃদয়ে অবস্থিত একটি বিলাসবহুল লজ। এখানে ছুটি কাটালে সাজানো গোছানো ঘর সহ জানলা থেকেই দেখা যাবে বরফে ঢাকা পাহাড় এবং সবুজ উপত্যকার মনোমুগ্ধকর দৃশ্য।
6
9
উত্তরাখণ্ডের আলমোড়ার উপরে কসার দেবী পাহাড়ের একটি রিজে অবস্থিত ‘দ্য কুমায়ন’। এটি একটি আধুনিক মাউন্টেন রিট্রিট। এখানে দশটি বিলাসবহুল সুইট রয়েছে যা থেকে দেখা যায় বিস্তৃত হিমালয় পর্বতমালা।
7
9
দার্জিলিংয়ে পাহাড়ের বুকে ১,৬০০ একর বিস্তৃত গ্লেনবার্ন চা বাগান। এখানে ছুটি কাটাতে গেলে একদিকে যেমন উপভোগ করা যায় বুটিক প্ল্যান্টেশন তেমনই অভিজ্ঞতা হয় বিদেশে ঘরানায় ছুটি কাটানোর। অতিথিরা অংশ নিতে পারেন প্ল্যান্টেশনের নানা আকর্ষণীয় কার্যক্রমে।
8
9
সিকিমের একমাত্র চা বাগান দর্শনীয় টেমি টি গার্ডেনে অবস্থিত চেরি রিসর্ট। সেখানে রয়েছে একাধিক আরামদায়ক কক্ষ। একদিকে শান্তিপূর্ণ হিমালয়ের মনোরম দৃশ্য এবং অন্যদিকে, উষ্ণ আতিথেয়তা। পরিষ্কার আকাশে চোখের সামনে ভাসে কাঞ্চনজঙ্ঘা।
9
9
ভার্কা বিচের সাদা বালুকাবেলায় অবস্থিত ক্যারাভেলা বিচ রিসোর্ট একটি বিশাল, স্বাধীনভাবে পরিচালিত বিলাসবহুল গন্তব্য, যেখানে রয়েছে ২০১টি কক্ষ যা থেকে সরাসরি সমুদ্রের অসাধারণ দৃশ্য উপভোগ করা যায়।