অনেকেই মনে করে থাকেন রূপচর্চা কেবলই নারীদের একচেটিয়া অধিকার। রূপচর্চার সামগ্রী কেবল মেয়েদেরই পাওয়া যায়। কিন্তু বিষয়টা একেবারেই সেটা নয়। পুরুষদেরও উচিত একই ভাবে নিজেদের ত্বকের যত্ন নেওয়া। যদিও অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় পুরুষরা সেই অর্থে নিজেদের যত্ন বা রূপচর্চা কোনওটাই নেন না।
2
11
এই আন্তর্জাতিক পুরুষ দিবসে বরং নিজেকে শপথ করুন যে এবার থেকে পরিবারের পাশাপাশি নিজেরও যত্ন নেবেন। কিংবা মহিলারা আপনারা নিজেদের পাশাপাশি এবার আপনাদের বেটার হাফ, প্রেমিক, ভাই বা বাবাকেও রূপচর্চার সামগ্রী কিনে দিন।
3
11
পুরুষদের রূপচর্চার জন্য কোন ৮টি জিনিস চাই-ই চাই জেনে নিন। এই ৮টি জিনিস আপনার ড্রেসিং টেবিল থাকতেই হবে নিয়মিত রূপচর্চার জন্য।
4
11
অফিস বা কাজে যাওয়া আসার পথে, কিংবা স্কুল-কলেজ যাওয়ার সময় রাস্তার ধুলোবালিতে ত্বকের দফারফা হয়। ঘাম জমে, ত্বক তৈলাক্ত হয়ে পড়ে। ফল? ব্রণ, ফুসকুড়ি ওঠা, র্যাশ বেরোনো। এসবের হাত থেকে নিষ্কৃতি পেতে চাইলে ফেসওয়াশ করা প্রয়োজন। তাই আপনার ত্বকের জন্য উপযুক্ত একটি ফেস ক্লিনজার বা ফেসওয়াশ প্রয়োজন।
5
11
মুখ ধুলেই তো হবে না, তাকে আর্দ্র রাখাও জরুরি। বিশেষ করে এই শীতকালে। তাই মুখ ধোয়ার পর চাই ময়েশ্চরাইজার। আপনার ত্বকের উপযুক্ত একটি ময়েশ্চরাইজার অবশ্যই ব্যবহার করুন মুখ ধোয়ার পর।
6
11
মুখ ধুয়ে ময়েশ্চরাইজার লাগানোর আগে চাইলে টোনার লাগাতে পারেন। এতে ত্বকের পিএইচ লেভেল ঠিক থাকে, উন্মুক্ত কোষমুখগুলো বুজে যায়।
7
11
রূপচর্চার জন্য একটি জরুরি উপাদান হল সিরাম। এটা ত্বকের রুক্ষতা, বলিরেখা দূর করে। ত্বককে সজীব রাখে।
8
11
মহিলাদের মতো, পুরুষদেরও ত্বকে মৃত কোষ জমে। তেল, ধুলোবালি জমে থাকে। স্টা দূর করার জন্য সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার স্ক্রাবিং করা প্রয়োজন। ফলে ফেস স্ক্রাব অবশ্যই থাকা চাই আপনার ড্রেসিং টেবিলে।
9
11
রাতে আমাদের ত্বক নিজে থেকেই মেরামত হয়। এই সময় ত্বক যাতে আর্দ্র থাকে, পুষ্টি পায় সেটার জন্য নাইট ক্রিম লাগানো প্রয়োজন। নাইট ক্রিম বলিরেখা দূর করতে সাহায্য করে।
10
11
সকালে বাইরে বেরোলে সূর্য পুরুষ না মহিলা সেটা দেখে কাউকে ছাড়, এমনটা তো নয়। তাই সূর্যের ক্ষতিকর রশ্মি এবং ট্যানের হাত থেকে বাঁচতে চাইলে সানস্ক্রিন প্রয়োজন।
11
11
রুক্ষ দাড়িকে মোলায়েম বানাতে চাইলে, র্যাশ কমাতে বিয়ার্ড ওয়েল ব্যবহার করুন। এটি ব্যবহার করে দাড়ি ম্যানেজ করা অনেক বেশি সুবিধাজনক হয়।