স্বদেশ (২০০৪): অশুতোষ গোয়ারিকর পরিচালিত ও শাহরুখ খান অভিনীত এই কাল্ট ক্লাসিকে এক প্রবাসী বিজ্ঞানীর দেশে ফিরে আসা, সামাজিক দায়িত্ববোধ ও গ্রামীণ ভারতের ছবি অসম্ভব সুন্দরভাবে ফুটে উঠেছে। এ.আর. রহমানের সংগীত ছবির আবেদন দ্বিগুণ করেছে।
2
7
দ্য লেজেন্ড অব ভগৎ সিং (২০০২): রাজকুমার সান্তোষী পরিচালিত এই চলচ্চিত্রে অজয় দেবগণ ভগৎ সিংয়ের জীবন ও ব্রিটিশবিরোধী সংগ্রামকে শক্তিশালী অভিনয়ে তুলে ধরেছেন। ছবিতে যুব বিপ্লবীদের ত্যাগ ও সাহস অনবদ্যভাবে চিত্রায়িত হয়েছে।
3
7
রং দে বসন্তি (২০০৬): রাকেশ ওমপ্রকাশ মেহরার এই ছবি সমকালীন সমাজে দুর্নীতির বিরুদ্ধে তরুণদের লড়াইয়ের গল্প বলে, যা ইতিহাসের বিপ্লবীদের অনুপ্রেরণা থেকে জন্ম নেয়। আমির খান ও অন্যান্য তারকাদের অভিনয় মন ছুঁয়ে গিয়েছিল দর্শক ও সমালোচক -দুই মহলেই।
4
7
উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক (২০১৯): ২০১৬ সালের উরি সার্জিক্যাল স্ট্রাইকের সত্য ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত এই অ্যাকশন ড্রামায় ভিকি কৌশল মেজর ভিহান শেরগিলের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন। “হাউ’স দ্য জোশ?” সংলাপটি জাতীয় স্লোগানে পরিণত হয়।
5
7
শেরশাহ (২০২১): কার্গিল যুদ্ধে শহিদ ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনী অবলম্বনে নির্মিত এই ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার অভিনয় দর্শকদের আবেগে ভাসিয়ে দেয়। দেশপ্রেম ও ব্যক্তিগত ভালোবাসার এক অসাধারণ মিশেল।
6
7
সর্দার উধম (২০২১): ভিকি কৌশল অভিনীত এই জীবনীভিত্তিক নাটকটি জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া বিপ্লবী উধম সিংয়ের গল্প বলে। শৈল্পিক উপস্থাপনা ও শক্তিশালী অভিনয় ছবিটিকে বিশেষ উচ্চতায় নিয়ে গেছে।
7
7
কেশরি (২০১৯): ১৮৯৭ সালের সারাগারির যুদ্ধে ২১ জন শিখ সেনার ১০,০০০ আফগান যোদ্ধার বিরুদ্ধে বীরত্বগাথা তুলে ধরা হয়েছে এই ছবিতে। অক্ষয় কুমারের নেতৃত্বে দেশপ্রেম ও যুদ্ধদৃশ্যের মহিমা দর্শকদের মুগ্ধ করে।