১৩-১৪ ডিসেম্বরের রাতেই বদলে যাবে ভাগ্য! শুধু একটি কাজ করুন, ইচ্ছাপূরণ হবেই
নিজস্ব সংবাদদাতা
১০ ডিসেম্বর ২০২৫ ১১ : ১৮
শেয়ার করুন
1
6
১৩ ও ১৪ ডিসেম্বরের রাতেই বদলে যেতে পারে ভাগ্য। কারণ এই সময় আকাশে ঘটবে জেমিনিডস উল্কাবৃষ্টি। আর তার ফলেই হতে পারে ইচ্ছাপূরণ। অনেক সময়ই ছবিতে দেখা যায়, আকাশে তারা খসে পড়তে দেখলে চোখ বন্ধ করে নিজেদের ইচ্ছাগুলো মনে মনে আওড়ে নেয় নায়ক-নায়িকা। আর তারপরেই তা সত্যি হয়ে যায়। তবে বাস্তবে উল্কাবৃষ্টি এক ধরনের মহাজাগতিক ঘটনার অংশ, তাই অনেকেই একে বিশেষ বলে থাকেন।
2
6
জ্যোতিষী অরুণ কুমার ব্যাসের কথায়, ১৩ এবং ১৪ ডিসেম্বর যদি আকাশে কোনও উল্কা দেখতে পান, তাহলে তৎক্ষণাৎ নিজের একটা ইচ্ছা সেদিকে তাকিয়ে মনে মনে আওড়ে নেওয়া উচিত। কাউকে না জানিয়ে, শুধু নিজের মনে।
3
6
জ্যোতিষীর মতে, ওই দুই রাতে একটি রাজযোগ তৈরি হবে। এবং উল্কার আলো নাকি ইতিবাচক শক্তি নিয়ে আসবে। আর সেই আলোর দিকে তাকিয়ে নিজের মনস্কামনার কথা বললে তা পূরণ হওয়ার সম্ভাবনা থাকে।
4
6
প্রতি বছর ডিসেম্বর মাসে এই উল্কাবৃষ্টি রাতের আকাশকে অসংখ্য ঝলসানো আলোর রেখায় ভরিয়ে দেয়, আর পৃথিবীর নানা প্রান্তের মানুষ তা উপভোগ করতে আকাশের দিকে তাকিয়ে থাকেন।
5
6
২০২৫-এ জেমিনিডস দেখার পরিবেশ আরও অনুকূল হবে বলে মনে করা হচ্ছে, কারণ পিক সময়ের আশপাশে চাঁদের আলো খুবই কম থাকবে। ফলে আকাশ থাকবে অন্ধকার। আর উল্কাপাত দেখার সম্ভাবনাও হবে অনেক বেশি।
6
6
অনেকের জন্যই জেমিনিডস দেখার সুযোগ অত্যন্ত রোমাঞ্চকর এক অভিজ্ঞতা। আকাশ-ভরা তারার ঝলকানি শুধু বিস্ময়ের বস্তু নয়। এমন ঘটনা মহাবিশ্বের সৌন্দর্যকে কাছ থেকে দেখার সুযোগও এনে দেয়, যা স্মৃতিতে থেকে যায় অনেক দিন।