জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে সঙ্গীত জগতে শোকের ছায়া। শুধু অসম নয়, বাংলা সঙ্গীত জগতেও অপূরণীয় ক্ষতি। জবিনের গলায় রয়েছে একাধিক হিট বাংলা গান। যা আজও শ্রোতাদের কাছে সমানভাবে জনপ্রিয়। বোঝে না সে বোঝে না, পিয়া রে, চোখে চোখে এত কথা, মন মানে না-সহ একাধিক বাংলা গান গেয়েছেন জুবিন।
বছর দুয়েক আগে দুই বাঙালির সঙ্গে হাত মিলিয়ে একটি হিন্দি ছবির গান গেয়েছিলেন তিনি। এটাই ছিল গায়কের শেষ কাজ। অসমের প্রেক্ষাপটে তৈরি হয়েছিল হিন্দি ছবি 'শ্যাডো আসাসিং'। এই ছবির গান 'কভি ধুপ, কভি ছাঁও' গানের সঙ্গীত পরিচালনা করেছিলেন আশু চক্রবর্তী। গানের কথা লিখেছিলেন জনপ্রিয় পরিচালক রাজর্ষি দে। আর এই গানেই কণ্ঠ দিয়েছিলেন জুবিন গর্গ।
সঙ্গীত পরিচালক আশু চক্রবর্তী ও রাজর্ষি দে সেই কাজের অভিজ্ঞতা ভাগ করলেন আজকাল ডট ইন-এর সঙ্গে। আশু চক্রবর্তীর কথায়, "অসমের প্রেক্ষাপটে তৈরি এই ছবি। যখন গানের দায়িত্ব এসে পড়ল আমার উপর তখনই রাজর্ষিদার সঙ্গে যোগাযোগ করি। দু'জন একসঙ্গে গানটা তৈরি করি। অনেক কাটাছেঁড়া হয় গানটা নিয়ে, অনেক বদল আসে। তারপর যখন গানটা মোটামুটি দাঁড়ায়, তখন গায়কের খোঁজ পড়ে। অসমের প্রেক্ষাপটে তৈরি ছবির জন্য গান যখন, তখন এই গান জুবিন গর্গ ছাড়া আর কেউ গাইতে পারবেন না বলেই ভেবেছিলাম।"
তিনি আরও বলেন, "জুবিনদাদার সঙ্গে যোগাযোগ করার পর, খুব আন্তরিকতার সঙ্গে আমাদের কাজটা নেন তিনি। আশ্বাস দেন, গানটা গাইবেন। এখানে একটা মজার বিষয় ঘটে। রেকর্ডিংয়ের প্রথম দিন, প্রায় আট ঘণ্টা আমাদের অপেক্ষা করিয়ে নিজেই স্টুডিওতে আসেননি জুবিনদাদা। তারপরের দিন এসে রেকর্ড করেন গান। আমি যতটুকু চিনেছি, খুব খামখেয়ালী ছিলেন। তবে মনের দিক থেকে বড্ড ভাল মানুষ ছিলেন। ওঁর এভাবে চলে যাওয়াটা ইন্ডাস্ট্রির জন্য বিরাট ক্ষতির।"
আরও পড়ুন: প্রেমে মাখামাখি ছোটপর্দার 'কম্পাস', কোন নায়কের সঙ্গে পুজো মণ্ডপে দেখা গেল নায়িকাকে?
রাজর্ষি দের কথায়, "এই কাজটার কথা আশু প্রথম আমাকে বলে। যখন জানতে পারি মুবিনের মতো একজন শিল্পী গাইছেন এই গানটা তখন খুব স্বস্তি পাই। জুবিনের সঙ্গে যখন আলাপ হয়, তখন ও জানায়, একজন বাঙালি পরিচালক হিন্দি গান লিখেছে, এটা ওর কাছে দারুণ অভিজ্ঞতা। ওর সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও খুব ভাল। জুবিন চলে যাওয়ার পর যখন জানতে পারি, দু'জন বাঙালির সঙ্গে এটাই ওর শেষ কাজ তখন খুব ভেঙে পড়ি। জুবিনের মৃত্যু আমাদের প্রত্যেকের জন্য খুব কষ্টের।"
