নিজস্ব সংবাদদাতা: জি বাংলার ধারাবাহিক 'আনন্দী' শুরুর দিন থেকেই প্রতি সপ্তাহেই টিআরপি তালিকায় জায়গা করে নিচ্ছে। দর্শকের পছন্দের জুটি ঋত্বিক-অন্বেষা ফের ভালবাসা কুড়োচ্ছেন।
ধারাবাহিকে চিকিৎসকের চরিত্রে ঋত্বিক এবং নার্সের চরিত্রে অন্বেষা। শুধু ভালবেসে রোগই সারায় না সে। ভালবাসা দিয়ে ধীরে ধীরে মনও জয় করে ফেলেছে 'টুকাইবাবু'র।
কিন্তু তাদের মাঝে উড়ে এসে জুড়ে বসেছে তৃতীয় ব্যক্তি তিতির। কিছু দিন আগে গল্পে আনন্দীকে চক্রান্ত করে সরিয়ে নিজে আদির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিল তিতির। তবে সঠিক সময়ে আনন্দী ফিরে আসতে তিতিরের ষড়যন্ত্র বানচাল হয়।
এদিকে, দেখতে দেখতে ১০০ পর্ব পার করে ফেলেছে ধারাবাহিক। চোখের নিমেষে কেটে গিয়েছে দিন। কতটা কাছের হয়ে উঠেছে 'আনন্দী'? আজকাল ডট ইন-কে অন্বেষা হাজরা বলেন, "খুব অল্পদিনেই কাছের চরিত্র হয়ে উঠেছে 'আনন্দী'। সেটে কারওর একদিনের বেশি ছুটি থাকলে মন খারাপ হয়। ১ জানুয়ারি ছিল 'আনন্দী'র ১০০ পর্ব পূর্ণের দিন। কিন্তু সেদিন ছুটি থাকায় পরের দিন সবাই কেক কেটে সেলিব্রেট করি। শুটিংয়ের ফাঁকে ছোট ছোট মজার মুহূর্ত খুব কাছের হয়ে ওঠে। তাই বোধহয় এই ধারাবাহিকটিও খুব কাছের হয়ে উঠেছে। নতুন বছরে চেষ্টা করব, যাতে আরও বেশি ভাল কাজ করে দর্শকের ভালবাসা পাই।"
