সংবাদ সংস্থা মুম্বই: শেষ হওয়ার মুখে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর দ্বিতীয় সিজন। শো-এর আগামী পর্বে অতিথি হিসাবে দেখা যাবে সস্ত্রীক শত্রুঘ্ন সিনহাকে। তাঁদের সঙ্গ দেবেন সোনাক্ষী সিনহা এবং তাঁর স্বামী জাহির ইকবাল। সে পর্ব যে দারুণ হুল্লোড়ে হতে চলেছে তার ইঙ্গিত পাওয়া গেল ওই পর্বের একটি ছোট্ট ঝলকে। 

 

শো-এর নির্মাতারা ওই পর্বের একটি ঝলকের ঝলকের ভিডিও পোস্ট করেছেন সমাজমাধ্যমে। সেখানেই পর্বের নানান মজাদার মুহূর্তের কোলাজ ধরা পড়েছে। ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে সোনাক্ষী তাঁর স্বামীকে বলছেন, যদি কেউ জলদি বিয়ে করতে চান সে ব্যাপারে সবথেকে সহজ রাস্তা হল কপিলকে ‘ভাই’ বলে ডাকা। তাহলেই তাঁর বিয়ে নিশ্চিত। এরপরেই কপিলের উদ্দেশ্যে শত্রুঘ্ন-কন্যা বলে ওঠেন, “ভাইয়া, এসো আমার সাঁইয়ার সঙ্গে তোমার আলাপ করিয়ে দিই।”

 

শত্রুঘ্ন ফাঁস করেন নারীদের সঙ্গে ঘনিষ্ঠতার ব্যাপারে তাঁকে কেরিয়ারের শুরুতেই একটি দারুণ টিপস দিয়েছিলেন খোদ ধর্মেন্দ্র! ‘কালা পাত্থর’ ছবির নায়কের কথায়, “ধর্মেন্দ্র আমাকে বলেছিলেন, 'দেখো ভাই, ইন্ডাস্ট্রিতে যখন প্রতিষ্ঠা পেয়েছ তখন বহু নারী তোমার ঘনিষ্ঠ হতে চাইবে। তবে মনে রেখো, যাই করো একবারে একের বেশি নারীর সঙ্গে ঘনিষ্ঠ হবে না!’” বলতে বলতে হেসে ফেলেন বর্ষীয়ান অভিনেতা-রাজনীতিবিদ। তাঁর হাসির সঙ্গে যোগ দেন কপিল সহ শো-এ উপস্থিত বাকি দর্শক। বিস্ময়ে হতবাক হয়ে শত্রুঘ্নর জামাই বলে ওঠেন, “একি! এসব কী? আমি তো ভেবেছিলাম এটা পারিবারিক শো। এখানে, এসব কী আলোচনা চলছে! ”

 

ওই ঝলকে আরও দেখা যায় শত্রুঘ্ন-পত্নী পুনম সিনহা ফাঁস করেন এত বছরের দাম্পত্যে ঝগড়া হওয়ার পর কোনওদিনও আগে ক্ষমা চাননি শত্রুঘ্ন। তাঁর কথায়, “সেরকম মুহূর্ত আজ পর্যন্ত আসেনি।” শোনামাত্রই মজার সুরে শত্রুঘ্নর জবাব, "শুনেই আমার কান্না পাচ্ছে।”