নিজস্ব সংবাদদাতা: জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'মিত্তির বাড়ি'তে অভিনয় শুরু করলেও বর্তমানে আর দেখা যাচ্ছে না অভিনেত্রী মানসী সিনহাকে। তিনি নিজেও জানিয়েছেন, বর্তমানে তিনি আর এই ধারাবাহিকের সঙ্গে যুক্ত নেই। হঠাৎ কি এমন হল যার জন্য ধারাবাহিকের এমন গুরুত্বপূর্ণ চরিত্রকে আর দেখা যাচ্ছে না তাঁকে? 

জনপ্রিয় অভিনেত্রী হওয়ার পাশাপাশি বর্তমানে টলিপাড়ার একজন সফল পরিচালক-ও হয়ে উঠেছেন অভিনেত্রী মানসী সিনহা। তাঁর পরিচালিত 'এটা আমাদের গল্প' এবং '৫ নং স্বপ্নময় লেন' দু'টি ছবির মাধ্যমে নিজের পরিচালনার দক্ষতা বুঝিয়েছেন মানসী সিনহা। তবে বহুদিন পর আবার জি বাংলার 'মিত্তির বাড়ি' ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় অভিনয় শুরু করেছিলেন তিনি। ধারাবাহিকের বিজ্ঞাপনের  গুরুত্বপূর্ণ চরিত্রে দেখাও গিয়েছিল অভিনেত্রীকে। তবে হঠাৎ করেই 'মিত্তির বাড়ি' থেকে উধাও মানসী সিনহা। 

পরিচালকদের বৈঠকে তাঁর দেখা পাওয়া যেতেই জানতে চাওয়া হয় তিনি এই ধারাবাহিকের তরফে 'কল টাইম' পেয়েছেন কি না। সেই সময় মানসী সিনহা বললেন, "আমি এখন আর মিত্তির বাড়িতে নেই।  তাই শুটিংয়ের কল টাইম পাইনি। 'মিত্তির বাড়ি' ধারাবাহিক কি নিজেই ছেড়ে দিলেন অভিনেত্রী? সরাসরি কিছু না বললেও মানসী সিনহা এটুকু জানিয়েছেন যে তাঁকে আর ডাকা হচ্ছে না এই ধারাবাহিকের নির্মাতাদের তরফে। এর আগেও বিভিন্ন বিষয়ে স্পষ্টভাবে সত্যি কথা বলার কারণে  কাজ পাননি তিনি। একথা একাধিক বার জানিয়েছেন অভিনেত্রী। এবারও কি তাহলে তেমনই কোনও কারণের জন্য ধারাবাহিকে দেখা যাচ্ছে না তাঁকে? 

তবে এই ঘটনা নিয়ে ক্ষোভ বা আক্ষেপ কোনওটাই নেই মানসী সিনহার। নিজের কাজ নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি। অভিনয় হোক বা পরিচালনা দু'ক্ষেত্রেই নিজেকে প্রমাণ করেছেন মানসী।  তাই নতুন কাজ নিয়ে ভাবনাচিন্তা করাই বেশি প্রয়োজনীয় বলে মনে করেন তিনি। তবে পরে ফের  'মিত্তির বাড়ি'তে তাঁকে দেখা যাবে কি না, তা স্পষ্ট ভাবে বলা যাচ্ছে না।