‘ধুরন্ধর’-এ ‘রেহমান ডাকাত’ হয়ে যেন পর্দা থেকে দর্শকহৃদয়ে বিস্ফোরণ ঘটিয়েছেন অক্ষয় খান্না। দর্শকরা বলছেন, তিনি শুধু নজর কাড়েননি, রণবীর সিংয়েও ছাপিয়ে গেছেন অন-স্ক্রিন উপস্থিতিতে। ছবিতে তাঁর এন্ট্রি গান ভাইরাল, পারফরম্যান্স নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা। অনেকে তো অক্ষয়ের অস্কার মনোনয়নের দাবিও তুলেছেন!

 

কেরিয়ারের শুরুর দিকের নরম,শান্ত চরিত্র থেকে সম্পূর্ণ বিপরীতে এসে পরপর নেগেটিভ চরিত্রে দুর্দান্ত অভিনয় করে তাঁর প্রতি দর্শকের আশার মানদণ্ড উঁচু করে দিয়েছেন অক্ষয়। কিন্তু তাঁর ব্যক্তিগত জীবনও ততটাই আলোচিত। বিশেষ করে এই প্রশ্নটা, ৫১ ছুঁয়েও তিনি এখনও বিয়ে করলেন না কেন?

 

এ বিষয়ে একটি পুরোনো সাক্ষাৎকারে অক্ষয় বলেছিলেন, তিনি কমিটমেন্ট-ফোবিক। তবে তখনও তাঁর বিশ্বাস ছিল, সঠিক মানুষকে পেলে হয়তো একদিন বিয়ে হবে। সময়ের সঙ্গে পাল্টেছে ভাবনা। আরও একটি সাক্ষাৎকারে অক্ষয় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি বিয়ের জীবনের জন্য নিজের ভিতরে সেই প্রস্তুতি দেখেন না। তাঁর মতে, বিয়ের অর্থ শুধু কমিটমেন্ট নয়, বরং জীবন যাপনের কায়দা বদলে যায়, যেখানে নিজেকে মানাতে পারবেন বলে মনে হয় না।

 

অন্য একটি সাক্ষাৎকারে আরও খোলামেলা হয়ে অক্ষয় জানিয়েছেন, তিনি এখন আগের থেকেও বেশি কমিটমেন্ট-ফোবিক। সম্পর্কের প্রতি সাবধানী হয়ে উঠেছেন। কারণ? একা থাকতে তিনি স্বচ্ছন্দ, নিজের সঙ্গে সময় কাটানোতেই তাঁর সবচেয়ে বেশি শান্তির। তাঁর কথায়, “আমি এখন একা থাকতে ভালবাসি। নিজের সঙ্গে থাকা আমার কাছে সবচেয়ে আরামদায়ক।”

 

 

 

 

 

ব্যক্তিগত জীবনে অক্ষয় খান্না যতটাই সংযত ও একা থাকতে পছন্দ করেন, পেশাগত দিক থেকে ততটাই আত্মবিশ্বাসী, পরিণত এবং শক্তিশালী হয়ে বড়পর্দায় ফিরেছেন। এ কথায় এখন দ্বিমত করার মানুষ খুব কমই। এক কথায়,  পর্দায় দাপট, ভক্তদের হৃদয়ে রাজত্ব সবই আছে 'রহমান ডাকাত'-এর। কিন্তু পর্দার বাইরে নিজের জীবনের সিদ্ধান্তে তিনি একদম নিজের মতোই। আর হয়তো সেটাই অক্ষয় খান্নার ব্যক্তিত্বের সবচেয়ে বড় সাহস।