সম্প্রতি জনপ্রিয় বিমান সংস্থার বিমানে চড়ে সফর করার সময় সেতার ভেঙে যায় অনুষ্কা শঙ্করের। গোটা বিষয়টার ছবি তুলে তিনি সমাজমাধ্যমে পোস্ট করেন। অভিযোগ জানিয়ে, বাকিদের সতর্ক করেন সেই বিমান সংস্থার ব্যাপারে। আর তারপর থেকেই চর্চায় রয়েছেন তিনি। কে এই অনুষ্কা শঙ্কর? তাঁর সঙ্গে কি কোনও যোগ রয়েছে জনপ্রিয় শঙ্কর পরিবারের?
অনুষ্কা শঙ্কর হলেন জনপ্রিয় সেতারবাদক, তথা ভারত রত্ন রবি শঙ্করের মেয়ে। নৃত্যশিল্পী উদয় শঙ্কর হলেন অনুষ্কার জেঠু। অর্থাৎ মমতা শঙ্কর তাঁর দিদি হন। শ্রীনন্দা শঙ্কর ভাইঝি। এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, রবি শঙ্কর প্রথমে আলাউদ্দিন খানের মেয়ে রোশনারা খান ওরফে অন্নপূর্ণা দেবীকে বিয়ে করেন। তাঁদের সন্তান শুভেন্দ্র শঙ্কর। এরপর তিনি প্রেমে পড়েন নৃত্যশিল্পী কমলা শাস্ত্রীর। সেই সম্পর্ক এগোয়নি বেশিদিন। এরপর তিনি নিউ ইয়র্কের কনসার্ট প্রডিউসার সিউ জোনসের, তাঁদের সন্তান নোরা। ১৯৮৯ সালে তিনি তাঁর প্রেমিকা সুকন্যা রাজনকে বিয়ে করেন। তিনি পেশায় তানপুরা বাদক ছিলেন। তাঁদেরই মেয়ে হলেন অনুষ্কা। বাবার দেখানো পথেই হেঁটেছেন অনুষ্কা। রবি শঙ্করের ছাত্র গৌরব মজুমদারের কাছে তালিম নেওয়া শুরু করেন তিনি মাত্র ৮ বছর বয়স থেকে। মাত্র ১৩ বছর বয়সে তিনি প্রথমবার মঞ্চে পারফর্ম করেন। একাধিক অ্যালবাম প্রকাশ করেছেন তিনি। কাজ করেছেন ছবিতে। এছাড়াও অভিনয় তিনি শুরু করে লেখালিখি সহ নানা কাজের সঙ্গে যুক্ত। রবি শঙ্করের বায়োগ্রাফি লিখেছেন অনুষ্কাই।
সম্প্রতি অনুষ্কা শঙ্কর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে তাঁর সেতারের নিচ দিকে একটা লম্বা ফাটল। এটি পোস্ট করে তিনি লেখেন, 'আমি প্রথমে সেতারের উপর দিকটা দেখছিলাম যে কেন সুরে বাঁধা যাচ্ছে না। তারপর আমি যখন ওটা বাজাতে যাই তখন বুঝি। বহুদিন পো এই বিমান সংস্থার সঙ্গে সফর করছিলাম। ১৫-১৭ বছরে প্রথমবার এমন ঘটল। আপনারা এটা কীভাবে করলেন। হ্যান্ডলিং ফি নিয়েও এটা করলেন।' অনুষ্কা শঙ্করের এই অভিযোগের জবাব দিয়েছে সেই বিমান সংস্থা। জানিয়েছেন তাঁরা তদন্ত শুরু করেছেন কীভাবে, কেন ঘটল এমন সেটা বোঝার চেষ্টা করছেন। একই সঙ্গে ক্ষমা চেয়েছেন।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, অনুষ্কা অভিযোগ করার পর, একাধিক শিল্পীরা এই বিষয়ে সরব হয়েছেন। জানিয়েছেন তাঁদেরও বাদ্যযন্ত্র ভেঙেছে বিমানে করে নিয়ে যেতে গিয়ে।
