সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
হবু জাকে কী বললেন ক্যাটরিনা?
১৫ আগস্ট মুক্তি পেয়েছে নিখিল আদবানি পরিচালিত 'বেদা'। অ্যাকশন ড্রামা ঘরানার ছবিতে অভিনয় করেছেন জন আব্রাহাম ও শর্বরী ওয়াঘ। সোশ্যাল মিডিয়ায় দেওর সানি কৌশলের চর্চিত প্রেমিকা শর্বরীর প্রশংসায় পঞ্চমুখ হলেন ক্যাটরিনা কইফ। ছবির পুরো টিমকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি শর্বরীকে দারুণ অভিনয় দক্ষতার জন্য এবং ভবিষ্যতে আরও ভাল কাজ করার জন্য প্রশংসিত করেছেন অভিনেত্রী।
প্রথমদিনে রাজকুমার-শ্রদ্ধার স্কোর
'স্ত্রী ২' আসার খবর পেয়েই ছবি ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল দর্শকের মধ্যে। রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপারশক্তি খুরানা অভিনীত এই ছবি প্রথমদিনেই দারুণ সাফল্য পেয়েছে বক্স অফিসে। মুম্বই সংবাদ মাধ্যম সূত্রে খবর, হরর কমেডি ঘরানার এই ছবি প্রথমদিনে প্রায় ৫৪.৩৫ কোটি টাকার ব্যাবসা করেছে।
কবে আসছে ' দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো সিজন ২'?
নেটফ্লিক্সে এসেছিল ' দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'। কপিল শর্মা সঞ্চালিত এই শো দর্শকের কাছে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছিল। গত ২২ জুন এই শোয়ের প্রথম সিজনে শেষ হয়। তারপর থেকেই নতুন সিজন আসার অপেক্ষায় ছিলেন দর্শক। অপেক্ষার অবসান ঘটিয়ে ১৫ আগস্ট কপিল শর্মা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাগ করলেন সিজন ২ আসার খবর। কপিল ওই পোস্টে লেখেন, বিনোদনের এক অন্য মাত্রা নিয়ে খুব তাড়াতাড়ি আসতে চলেছে 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো সিজন ২'।
হবু জাকে কী বললেন ক্যাটরিনা?
১৫ আগস্ট মুক্তি পেয়েছে নিখিল আদবানি পরিচালিত 'বেদা'। অ্যাকশন ড্রামা ঘরানার ছবিতে অভিনয় করেছেন জন আব্রাহাম ও শর্বরী ওয়াঘ। সোশ্যাল মিডিয়ায় দেওর সানি কৌশলের চর্চিত প্রেমিকা শর্বরীর প্রশংসায় পঞ্চমুখ হলেন ক্যাটরিনা কইফ। ছবির পুরো টিমকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি শর্বরীকে দারুণ অভিনয় দক্ষতার জন্য এবং ভবিষ্যতে আরও ভাল কাজ করার জন্য প্রশংসিত করেছেন অভিনেত্রী।
প্রথমদিনে রাজকুমার-শ্রদ্ধার স্কোর
'স্ত্রী ২' আসার খবর পেয়েই ছবি ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল দর্শকের মধ্যে। রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপারশক্তি খুরানা অভিনীত এই ছবি প্রথমদিনেই দারুণ সাফল্য পেয়েছে বক্স অফিসে। মুম্বই সংবাদ মাধ্যম সূত্রে খবর, হরর কমেডি ঘরানার এই ছবি প্রথমদিনে প্রায় ৫৪.৩৫ কোটি টাকার ব্যাবসা করেছে।
কবে আসছে ' দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো সিজন ২'?
নেটফ্লিক্সে এসেছিল ' দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'। কপিল শর্মা সঞ্চালিত এই শো দর্শকের কাছে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছিল। গত ২২ জুন এই শোয়ের প্রথম সিজনে শেষ হয়। তারপর থেকেই নতুন সিজন আসার অপেক্ষায় ছিলেন দর্শক। অপেক্ষার অবসান ঘটিয়ে ১৫ আগস্ট কপিল শর্মা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাগ করলেন সিজন ২ আসার খবর। কপিল ওই পোস্টে লেখেন, বিনোদনের এক অন্য মাত্রা নিয়ে খুব তাড়াতাড়ি আসতে চলেছে 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো সিজন ২'।
