সংখ্যা কিন্তু মিথ্যে বলে না। এতদিন যেটা ভাবা হচ্ছিল স্পাইভার্সের মুকুটমণি, সেই ‘ওয়ার ২’ মুক্তির দিনেই বড় ধাক্কা খেয়েছে। হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের মতো দুই তারকা থাকা সত্ত্বেও প্রথম দিনের আয় মাত্র ২৯ কোটি টাকা —যেখানে ইন্ডাস্ট্রির অনুমান ছিল ৫৫–৬০ কোটি টাকার মধ্যে। লাইফটাইম কালেকশনও ঘুরপাক খাচ্ছে ১৫০–১৭০ কোটি টাকার আশেপাশে। তুলনায় ‘পাঠান’ করেছিল ৪৭৫ কোটি টাকাতে আর ২০১৯ সালের ‘ওয়ার’ বন্ধ হয়েছিল ৩১৮ কোটি টাকায়।

এমন এক বিশাল বাজেটের ছবির ধাক্কায় এখন প্রশ্ন—এই ব্যর্থতা কি সরাসরি প্রভাব ফেলবে আলিয়া ভাট অভিনীত পরবর্তী স্পাইভার্স ছবি ‘আলফা’-তে?

 ট্রেড অ্যানালিস্টদের মতামত অবশ্য নানান রঙের। 

 তারণ আদর্শ আশাবাদী—
“না, খুব একটা প্রভাব ফেলবে না। প্রতিটি ছবি আলাদা করে বিচার হয়। কাস্ট, পরিচালক আলাদা। 'আলফা'র ফ্রেশ এনার্জি আর নতুনত্ব আছে।”

 অতুল মোহন দ্বিমত পোষণ করে বলেন—
“প্রভাব তো পড়বেই। যখন হৃতিক আর জুনিয়র এনটিআর দর্শকদের টানতে পারল না, তখন মহিলা-নেতৃত্বাধীন একটি স্পাই ছবি কতটা পারবে সেটা নিয়ে সন্দেহ থাকবেই।”

অক্ষয় রাঠি ভারসাম্যপূর্ণ বিশ্লেষণ দেন— “সবকিছু নির্ভর করবে ছবির গুণমানের উপর। হয়তো আলফাই সেই ছবি হয়ে উঠবে যা আবার স্পাইভার্সকে ফিরিয়ে আনবে। আলিয়া হয়তো আদিত্য চোপড়ার হাতে সেই ট্রাম্প কার্ড।”

গিরিশ জোহর (জি স্টুডিওজ) মনে করছেন সময় এখনো হাতে আছে— “আলফার শুটিং চলছে। ওয়ার ২ থেকে শিক্ষা নিয়ে যদি ক্রিয়েটিভ টিম পরিবর্তন আনে, তাহলে ছবির জন্য লাভজনক হবে।”

বিশেখ চৌহান (রূপবাণী সিনেমা, বিহার) সোজাসাপটা সতর্কতা দিয়েছেন— “ওয়ার ২ যদি ১৫০ কোটি টাকার বেশি তুলতে না পারে, তাহলে মহিলা-নেতৃত্বাধীন ছবির সম্ভাবনা আরও সংকুচিত। দর্শক কতবার একই থিম দেখবে? মনে হচ্ছে স্পাইভার্স তার চূড়ায় পৌঁছে গিয়েছে পাঠানের সঙ্গেই।”

শতদীপ সাহা (এসএসআর সিনেমাজ প্রাইভেট লিমিটেড) হিসেব কষে বলেন— “ওয়ার ২ যদি ৫০০ কোটির ছবি হত, আলফারও ১৫০–২০০ কোটি টাকার সুযোগ থাকত। কিন্তু এখন সেটা বড় চ্যালেঞ্জ। পুরুষ তারকা ছাড়াই ছবিটাকে ‘অসাধারণ’ হতে হবে।”

 স্পাইভার্সের ওঠানামা: 

এক থা টাইগার (১৯৮ কোটি টাকা)  -এই ইউনিভার্সের ভিত্তি গড়ে দেয়। 

টাইগার জিন্দা হ্যায় (৩৩৯ কোটি টাকা)  -ব্যবসায় বিস্তার বাড়িয়ে আশা বাড়িয়েছিল। 

ওয়ার (৩১৮ কোটি টাকা) - স্টাইল ও নতুনত্ব নিয়ে আসে এই স্পাই ইউনিভার্সে। 

পাঠান (৪৭৫ কোটি টাকা) - সর্বোচ্চ শিখর। 

টাইগার ৩ (২৮০ কোটি টাকা) - প্রত্যাশার চেয়ে কম। 

ওয়ার ২ (১৫০–১৭০ কোটি টাকা) -বড় ধাক্কা। 

এখন বোঝাই যাচ্ছে, ফ্র্যাঞ্চাইজির গ্রাফ নীচের দিকে ঢালু।

'আলফা'র সামনে দ্বিগুণ চাপএকদিকে ‘ওয়ার ২’-এর ব্যর্থতার বোঝা, অন্যদিকে আলিয়া ভাটের নেতৃত্বে সর্ব-মহিলা গুপ্তচর ছবির নতুনত্ব। অসাধারণ চিত্রনাট্য, টানটান মার্কেটিং, আর ভিন্নধর্মী ভিশন ছাড়া এবার আর দর্শককে ধরা কঠিন হবে।

তাহলে কি ‘আলফা’ই আবার নতুন করে প্রাণ দেবে স্পাইভার্সকে, না কি এখানেই শেষ হতে চলেছে সেই দৌড়? উত্তর দেবে আগামী কয়েক মাস।