বাগদান সারার এক মাসের মধ্যেই এবার বিয়ের প্রস্তুতি তুঙ্গে বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানার। টলিপাড়া থেকে বলিউড-সর্বত্রই এখন গুঞ্জন, ‘ডিয়ার কমরেড’ জুটি এবার বাস্তব জীবনেও বাঁধা পড়তে চলেছেন সাত পাকে!
শোনা যাচ্ছে, ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরের এক রাজকীয় প্রাসাদে হবে তাদের বিয়ে! বিয়ের আয়োজন নাকি হবে যেমন জমকালো তেমন গোপনীয়! শুধুমাত্র দুই পরিবারের ঘনিষ্ঠ ও কিছু ইন্ডাস্ট্রি বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক করবেন বিজয়-রশ্মিকা। যদিও এখনও পর্যন্ত বিয়ের তারিখ বা ভেন্যু নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তাঁদের তরফে, তবু সূত্রের খবর, এই তারিখ প্রায় নিশ্চিত!

এর আগে, গত ৩ অক্টোবর হায়দরাবাদে বিজয়ের বাড়িতে একান্ত পারিবারিক অনুষ্ঠানে বাগদান সম্পন্ন হয় এই তারকা জুটির। বিজয়ের টিম সেই বাগদানের খবর নিশ্চিত করেছিল, জানিয়েছিল, বিয়ের পরিকল্পনা আগামী বছরেই।
বাগদানের পর থেকেই রশ্মিকার হাতে দেখা গেছে সেই ঝলমলে আংটি ঝলক! সম্প্রতি নিজের পোষ্য কুকুরের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছিলেন থামা অভিনেত্রী। সেই ভিডিওতেই অনুরাগীরা রশ্মিকার হাতে সেটি লক্ষ্য করে উচ্ছ্বসিত। আর ‘থাম্মা’ ছবির প্রচারে এক সাক্ষাৎকারে যখন তাঁকে বিয়ে নিয়ে সরাসরি না হলেও ইঙ্গিতপূর্ণভাবে জিজ্ঞেস করা হয়, রশ্মিকা হাসিমুখে বলেছিলেন, “সবাই তো জানেই।”

অন-স্ক্রিন থেকে অফ-স্ক্রিনে বিজয়-রশ্মিকার প্রেমের পথচলার দিকে এক ঝলক নজর বোলানো যাক। ২০১৮ সালে মুক্তি পাওয়া ছবি ‘গীতা গোবিন্দম’ এবং ২০১৯-এর ‘ডিয়ার কমরেড’ ছবির পর থেকেই তাঁদের রসায়ন ছিল 'টক অফ দ্য টাউন'। সেই মিষ্টি রসায়ন-ই নাকি বাস্তবে রূপ নিয়েছে এবং সেই এখন প্রেম এখন পরিণতি পাওয়ার পথে।
এই ফাঁকে জানিয়ে রাখা ভাল, রশ্মিকার নতুন ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’-এর টিজারে ভয়েসওভার দিয়েছেন স্বয়ং বিজয়!
এখানেই শেষ নয়, বিয়ের পর ফের একসঙ্গে পর্দায় ফিরছেন এই জনপ্রিয় জুটি। তাঁরা নাকি কাজ করছেন রাহুল সাংকৃত্যায়নের পরিচালনায় এক বিশাল বাজেটের পিরিয়ড ড্রামায়, যার পটভূমি ১৮০০ সালের ব্রিটিশ শাসিত ভারত।
প্রেম থেকে পর্দা, পর্দা থেকে সাতপাক। বিজয়-রশ্মিকার রোমান্টিক গল্প এবার রাজস্থানের রাজকীয় প্রাসাদে নতুন অধ্যায় লিখতে চলেছে!
