প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। দীর্ঘ অসুস্থতার পর মঙ্গলবার রাতে নিজের বাড়িতেই প্রয়াত হয়েছেন তিনি।বর্ষীয়ান অভিনেত্রীর মৃত্যুর খবরে সিলমোহর দিলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়।

 

দীর্ঘদিন ধরে নানা রোগে জর্জরিত ছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। তাই নিয়েই ছোটপর্দায় কাজ করে চলেছিলেন তিনি। পরিবারে অনেকে থাকলেও উত্তর কলকাতার বাড়িতে একা থাকতেন বাসন্তী চট্টোপাধ্যায়। বয়স হয়েছিল আনুমানিক ৮৮ বছর। অভিনেত্রীর দেহ তাঁর বাড়িতেই রাখা রয়েছে। মেয়ের আসার জন্য অপেক্ষা করা হচ্ছে। বাসন্তী চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। 

 

এর আগেও মারণ রোগের সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়েছেন বাসন্তী চট্টোপাধ্যায়। ১০ মাস আগে অত্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তবে সেসময় সুস্থ হয়ে বাড়ি ফেরেন। এরপর স্টার জলসার 'গীতা এল এল বি' ধারাবাহিকে শুটিং শুরু করেছিলেন।

 

ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পাশাপাশি কিডনি বিকল সমস্যাতেও ভুগছিলেন বাসন্তী চট্টোপাধ্যায়। আজকাল ডট ইন-এর সঙ্গে এই বিষয়ে কথা বলার সময় রীতিমতো ভেঙে পড়েন ভাস্বর। আবেগতাড়িত গলায় বলে ওঠেন, "এক দিকে হয়তো ভালই হয়েছে। যা অসহনীয় কষ্ট পাচ্ছিলেন, তার থেকে বেঁচে গেলেন। আসলে, এত প্রাণপ্রাচুর্যে ভরা মানুষ ছিলেন...এত স্নেহ করতেন...খুব ভালবাসতেন। বাড়িতেই মারা গেলেন। রাত ১০টা নাগাদ। চিকিৎসক ছিলেন পাশেই। আমার সঙ্গে যোগাযোগ ছিল ফোনেই। বেশ কয়েক মাস ওঁর সঙ্গে দেখা হয়নি, কিন্তু ফোনে নিয়মিত যোগাযোগ ছিল। কী বলব আর...ভীষণ খারাপ লাগছে। 'গীতা এলএলবি ধারাবাহিকের শুটিংয়ে কত মুহূর্ত একসঙ্গে কাটিয়েছি, সেসব মনে পড়ছে।"