নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার সকালে আচমকা পাপারাজ্জিদের ক্যামেরবন্দি ৯০ ছুঁই ছুঁই বলিউডের কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্র। তাঁকে দেখে যেন খানিক চমকে গিয়েছেন ছবি শিকারিরাও। ঢিলেঢালা জামা, মাথায় চুপি আর ডান চোখে ব্যান্ডেজ বেঁধে গাড়িতে উঠছেন বর্ষীয়ান অভিনেতা। এই দৃশ্য দেখেই ধর্মেন্দ্রর দিকে ছুটে গিয়েছেন তাঁরা।
পাপারাজ্জিদের দেখে ধর্মেন্দ্র জানান, তাঁর চোখে একটা ছোট্ট অস্ত্রোপচার হয়েছে। আসলে বার্ধক্যজনিত কারণে চোখের কর্নিয়া খারাপ হয়ে গেলে সেটি বদলে ফেলা হয়। ফলে দৃষ্টিশক্তি উন্নত হয়। জানা যাচ্ছে, ধর্মেন্দ্রও সেই অস্ত্রোপচারই করেছেন। বয়স বাড়লেও মনের জোর কিন্তু, বিন্দুমাত্র কমেনি। তাই চোখে ব্যান্ডেজ বেঁধে গাড়িতে ওঠার আগে পাপারাজ্জিদের বললেন, 'এখনও আমার মধ্যে আগের মতোই শক্তি আছে। এখন বাড়ি ফিরছি।'
তাঁর অসুস্থতায় অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করলে ধর্মেন্দ্র বলেন, "আপনাদের ভালবাসায়, শুভেচ্ছায় এখনও বেঁচে আছি। তার জন্য কৃতজ্ঞ। আমার তরফ থেকেও আপনাদের জন্য অনেক শুভেচ্ছা রইল। চিন্তা করবেন না। ভাল আছি।"
