সাল ২০০৬। পর্দায় জাদুকাঠি ছুঁইয়ে দিয়েছিল 'বিবাহ'। সুরাজ বরজাতিয়ার ছবি। নায়ক-নায়িকা শাহিদ কাপুর এবং অমৃতা রাও। পরিবারকেন্দ্রিক গল্পে আড়ম্বহীন সহজ প্রেমের ছোঁয়ায় মুগ্ধ হয়েছিল দর্শক। এবার সেই ছবিরই সিকুয়েল তৈরির পালা। সুরজের ঘনিষ্ঠমহলে একজন বলেন, “তিনি কয়েকটি কাল্ট ক্লাসিক সিনেমা রিমেক করার এবং সেগুলিকে আধুনিক যুগের চিত্রনাট্যে রূপান্তর করার পরিকল্পনা করছেন।”
শোনা যাচ্ছে, 'বিবাহ'র সিকুয়েলে শাহিদের জায়গা নেবেন বেদাঙ্গ রায়না। সুরজ নাকি ইতিমধ্যেই তরুণ অভিনেতার সঙ্গে যোগাযোগ করেছেন। তবে তিনি ছবিটি করছেন কি না, সেই বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
ইতিমধ্যেই আরও একটি ছবি তৈরির পরিকল্পনা করছেন সুরজ। মুখ্য চরিত্রে আয়ুষ্মান খুরানা এবং শর্বরী ওয়াঘ। ছবিটির কাজ শুরুর আগে পরিচালক সংবাদমাধ্যমকে বলেন, “প্রতিটি ছবির শুটিংয়ের আগে আমার নার্ভাসনেস থাকে। প্রথম ছবি 'ম্যায়নে প্যায়ার কিয়া' তৈরি করার সময়ও এটা ছিল। এখনও একই রকম। একজন নির্মাতা হিসেবে, এটা বক্স অফিসের সাফল্য নিয়ে ভাবি না। আমার ছবির সঙ্গে মানুষ সংযোগ স্থাপন করতে পারছেন কি না, সেটা ভাবি।”
আরও পড়ুন: রোনাল্ডো বাগদান সারতেই জেগে উঠলেন বিপাশা! ফুটবল তারকাকে নিয়ে একটি পোস্টেই ফের পুরনো গুঞ্জন তাজা
বেদাঙ্গকে শেষ দেখা গিয়েছিল ‘জিগরা’ ছবিতে। আলিয়া ভাটের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। বসন বালা পরিচালিত এই ছবিটি আবর্তিত হয়েছে ভাই-বোনের সম্পর্ক ঘিরে আবেগগুলি নিয়ে। ইমতিয়াজ আলির পরবর্তী ছবিতে শর্বরীর সঙ্গে জুটি বাঁধেছেন এই অভিনেতা।
আরও পড়ুন: ‘ধূমকেতু’-র সাফল্যে উচ্ছ্বসিত রাজ! মুক্তির দিনও চুপ কেন রুক্মিণী, শুভেচ্ছা বার্তাটুকুও দিলেন না
সলমন খানের সঙ্গেও ফের কাজ করতে চলেছেন সুরজ। কেরিয়ারের প্রথম হিট ম্যায়নে প্যায়ার কিয়া সলমন পেয়েছিলেন সুরজের হাত ধরেই। এরপর পরিচালকের হাম আপকে হ্যায় কউন, হাম সাথ সাথ হ্যায়-র সুবাদে দর্শকের ঘরের ছেলে হয়ে ওঠেন অভিনেতা। আর এই সব ছবিতেই তাঁর চরিত্রের নাম প্রেম। আজও প্রেম এবং সলমন যেন সমার্থক।
সূত্রের খবর, পর্দায় ফের প্রেমকে ফিরিয়ে আনছেন সুরজ। আরও একবার সেই চরিত্রে প্রাণ ছোঁয়াবেন সলমন। ছক ভাঙা কিছু নয়, বরং অ্যাকশন-থ্রিলারের রমরমার মাঝে নয়ের দশকের আমেজ ফিরিয়ে আনার পরিকল্পনা। পরিবারকেন্দ্রিক ছবি করবেন সুরজ।
সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সুরজ বলেন, "এখনও কিছুটা সময় আছে। আমরা সলমন ভাইয়ের সঙ্গে ছবিটির গল্প নিয়ে কাজ করছি। তবে উপযুক্ত চিত্রনাট্যও থাকতে হবে। আমরা শীঘ্রই ছবিটি ঘোষণা করব, সম্ভবত নভেম্বরে। এতে প্রতিষ্ঠিত অভিনেতারা রয়েছেন। তবে আমরা ছবিটি নিয়ে বেশি কথা বলতে পারছি না। এটি একটি পারিবারিক ছবি হবে। থাকবে প্রেমও। যে জগৎটা এতদিন আমাদের ছবি দেখিয়েছি, সেরকমই কিছু আসতে চলেছে।"
