নিজস্ব সংবাদদাতা, মুম্বই: হাসপাতালে ভর্তি অভিনেত্রী ঊর্বশী রাউতেলা। তাঁর হাত রক্তে মাখামাখি, মুখে অক্সিজেন মাস্ক। হাসপাতাল থেকেই অনুরাগীদের প্রার্থনা করতে বললেন অভিনেত্রী। কী এমন হল তাঁর? বলিউড নড়েচড়ে বসতেই শুরু হল ট্রোলিংয়ের বন্যা। 

সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে ঊর্বশী লেখেন, ‘আমার জন্য প্রার্থনা করুন’। ভিডিয়োতে দেখা গেছে, অভিনেত্রীর আঙুল কেটে গিয়েছে। ঝরছে রক্ত। আর এই ভিডিও পোস্ট করে হয়েতো অনুরাগীদের সহানুভূতি কুড়োবেন বলে ভেবেছিলেন অভিনেত্রী। কিন্তু বাস্তবে হয়েছে তার উল্টো। ‘সামান্য কারণে’ হাসপাতালে ভর্তি হয়ে নেটপাড়ার ট্রোলের মুখে পড়লেন ঊর্বশী রাউতেলা। 

ভিডিয়ো পোস্ট করার পর প্রাথমিকভাবে অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছিল। ঠিক কী হয়েছে অভিনেত্রীর? তিনি কি শুটিং করতে গিয়ে আহত হয়েছেন? কিন্তু ঊর্বশীর তরফে কোনও উত্তরই পাওয়া যায়নি। শুধু এক ঝলক তাঁকে হাসপাতালে বসে থাকতে দেখা গিয়েছে। 

এরপরই ভিডিওটি ভাল করে দেখার পর একের পর এক কটাক্ষ ভেসে আসতে থাকে। যেমন ব্যঙ্গের ছলে এক নেটাগরিক লিখেছেন, ‘সত্যিই অনেক রক্ত বের হয়ে গিয়েছে, ভয় পাওয়ার মতোই তো বিষয়ই বটে!’ আরেকজনের মন্তব্য, ‘আপনিই দেশের প্রথম মহিলা, যিনি কিনা এত অল্প কারণে হাসপাতালে ভর্তি হলেন।’
 
এখানেই শেষ নয়, মজার ছলেও নেটপাড়ার প্রতিক্রিয়া এসেছে। যেমন নেটিজেনদের একাংশের মতে, “এমনটা তো রোজই রান্নাঘরে আমাদের হয়!”‘ওভার অ্যাক্টিং-এর দোকান খুলে বসেছেন নাকি?’, এমন কটাক্ষ করতেও ছাড়েননি অনেকে।  কেউ আবার মজা করে লিখেছেন, ‘২ টাকা দিয়ে ব্যন্ডেড কিনলেন ঝামেলা মিটে যেত।’