সংবাদসংস্থা মুম্বই: বর্তমানে সোশ্যাল মিডিয়া তাঁরই দখলে। চর্চায় থাকে তাঁর সমস্ত পোশাকের কেরামতি। তিনি উরফি জাভেদ। বলা হয়, তিনি নাকি ইতিমধ্যেই কার্যত সবকিছু দিয়েই পোশাক তৈরি করে পরে ফেলেছেন। ব্লেড থেকে শুরু করে নিজের ছবি দিয়ে তৈরি পোশাক নজর কেড়েছে নেটিজেনদের। কখনও তাঁর গলা থেকে থাকে জিন্স, কখনও আবার শরীরে পোশাক বলতে কার্যত কিছুই থাকে না, কয়েক টুকরো আবরণ ছাড়া।
পোশাক নিয়ে চলতেই থাকে পরীক্ষা-নিরীক্ষা। কিন্তু নিজের বিয়ের দিন ঠিক কীভাবে সাজবেন উরফি? সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, "বিয়ের পোশাক নিয়ে এখনও কিছু ভাবিনি। তার মানে এই নয় যে বিয়েতে কিছুই পরব না। খুব সাধারণভাবে বিয়েটা করতে চাই। ঠিক যেমন সোনাক্ষী-জাহিরের হয়েছিল। তাঁদের মতোই পরিবারের সকলকে সাক্ষী রেখে শুভ কাজ সম্পন্ন করতে চাই।"
প্রসঙ্গত, এর আগে এক সাক্ষাৎকারে উরফি জানান, তাঁর কেরিয়ারে একটা সময় এমন গিয়েছে, যখন একের পর এক শো থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে অথবা, তাঁকে নিয়ে শুরু হওয়া শো বন্ধই হয়ে গিয়েছে মাঝপথে। এই ঘটনা বলতে গিয়ে উরফি বলছেন, 'কেরিয়ারে একটা সময়ে এমন পরিস্থিতি ছিল, যখন আমায় নিয়ে যখনই কোনও শো শুরু হচ্ছিল সেটা বন্ধ হয়ে যাচ্ছিল অথবা আমায় সরিয়ে অন্য কাউকে নিয়ে আসা হচ্ছিল। একটা শোয়ে অডিশন দিয়েই সুযোগ পাই। প্রথমদিন শুটে যাওয়ার পরে আমায় শুনতে হল, উপার্জনের ২০ শতাংশ নাকি নির্মাতাদের দিতে হবে। আমি শুনে রাজি হইনি। কারণ এমন কোনও চুক্তিতে আমি সই করিনি। আমি ২০ শতাংশ টাকা তাহলে অন্য কাউকে কেন দিতে যাব? এই কথা বলার পরে, ওরা আমায় ২০টা রিটেক করায়। এবং তারপরে অভিনয় পারছি না এই অজুহাতে আমায় শো থেকে বের করে দেয়। যদিও এখন আমায় শোয়ে ডেকে নিয়ে যান নির্মাতারা। কিন্তু ওই কঠিন দিনগুলো আজও ভুলিনি।"
